ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্যারাগন গ্রুপের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৬ মার্চ সকালে খাদ্য বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারাগন গ্রুপের পরিচালক মেহরান রহমান।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। খান এন্টার প্রাইজের আয়োজনে বাহালুল কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও প্যারাগন গ্রুপের বিভিন্ন ডিলারবৃন্দ।
খাদ্য বিতরনের পূর্বে খান এন্টারপ্রাইজে কর্মরত নিহত শ্রমিকের দুই সন্তানকে দুই লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। খাদ্য বিতরন অনুষ্ঠানে বক্তারা আগামী দিনেও এ ধরনের কর্মসূচি অব্যাহতের প্রত্যায় ব্যক্ত করেন।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস