লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহে আলম কুট্টি মিয়া (৮৪)।
রবিবার (১০ মার্চ) সকালে তাকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ডাঃ আজহারউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা (সশস্ত্র সালাম) প্রদান ও জানাজা শেষে ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড পশ্চিম চরউমেদ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়াসহ বীর মুক্তিযোদ্ধা সন্তানগণ।
তাঁর পরিবারের সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা মাহে আলম কুট্টি মিয়া।
উল্লেখ্য, পরপর তিনবার লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার পদে দায়িত্ব পালন করেছিলেন এ বীর মুক্তিযোদ্ধা।
সালাম সেনটু/ইবিটাইমস