ইবিটাইমস ডেস্ক: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিদেশি ঋণের সুদ পরিশোধে কিছুটা চাপে আছে দেশের অর্থনীতি। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ে কিছুটা অস্বস্তি আছে, কিন্তু মানুষ তো না খেয়ে মারা যাচ্ছে না। তিনি আরও বলেন, অর্থনীতিতে নানামুখী চাপ আছে, সেসব নিয়েই চলতে হচ্ছে। পরিস্থিতির উন্নয়নে কাজও করা হচ্ছে। ডলার সংকট ছিল, কিন্তু তাতে সবকিছু আটকে নেই। এলসিও খোলা হচ্ছে।
এর আগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)- এর বাংলাদেশে নিযুক্ত আইওএম চিফ অব মিশন আবদুসাত্তর এসয়েভ অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
ডেস্ক/ইবিটাইমস/এনএল