বার্সেলোনায় ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

বার্সেলোনা প্রতিনিধিঃ ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধারেখে প্লাসা পেদ্রোর শহীদ চত্বরে অস্থায়ী শহীদ বেদীতে বিভিন্ন সংগঠন  ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন।

৫২এর ভাষা আন্দোলনের  শহীদ সালাম,রফিক,জব্বার,বরকত,শফিউর সহ ভাষা শহীদের সম্মানার্থে কোরাস কন্ঠে কালজয়ী গান “আমার ভাইয়ে রক্ত রাঙানো ২১ শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” কন্ঠ স্লোগানে একাকার হয় শহীদ বেদীতে প্রত্যেক সংগঠনের নামে অঙ্কিত ফুলের তোড়া স্ব স্ব সংগঠনের নেতৃবৃন্দ ক্রমান্বয়ে অর্পণ করেন।

সাংবাদিক নুরুল ওয়াহীদ ,শফিক খান ও লোকমান হোসেন যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান  অতিথি ছিলেন বাংলাদেশ দুতাবাস স্পেনের এর পক্ষে হেড অফ চেন্সরি ও মিনিস্টার আব্দুর রউফ মন্ডল| বিশেষ অতিথি বার্সেলোনায় বাংলাদেশের অনারারি কাউন্সিলর  রামন পেদ্রো, মারিয়া দান্তে,সাবেক সিনেটর রবার্তো মাসিও ,সমাজকর্মী কামরুল মোহাম্মদ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতীক  নেতৃবৃন্দ।

পরে পর্যায়ক্রমে শহীদ বেদিতে পুষ্পস্তপক অর্পণ করেন,স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স এর সভাপতি সাজিদুর রহমান সোহেল,সাধারণ সাধারণ সম্পাদকের মিরন নাজমুল এর۔ নেতৃত্ব ,জাফার হোসাইন,রাজিব হোসাইন সহ অনেকে ,উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনীয়ার পক্ষে আবদুল্লাহ আল মামুন শফিক খান,মোক্তার হোসেন,আনোয়ার হোসেন রাজু গাজী, আব্দুল আলিম প্রমুখ।

বিজনেস এসোসিয়েশন কাতালুনিয়ার পক্ষ থেকে শিপলু নিয়াজী ,বাংলাদেশ আওয়ামী লীগ কাতালোনীয়া,বার্সেলোনা ও সান্তা কলোমার পক্ষে খুরশীদ আলম বাদল,মোশারফ বেপারী,শাহ আলম স্বাধীন,সাংবাদিক মহিউদ্দিন হারুন,মোখলেছুর রহমান নাসিম,একে আজাদ মোস্তফা সহ অন্যন্য নেতৃবৃন্দ।

কাতালেনীয়া বি এন পির পক্ষে শফিকুর রহমান শফি,হারুনের রশিদ সহ অন্যান্যরা, বিয়ানী বাজার জনকল্যান সমিতির পক্ষে লুৎফর রহমান সুমন,ঢাকা জেলা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকে আনোয়ার হোসেন ও জাকির হোসেন,বাংলাদেশ সংগঠন বার্সেলোনা থেকে সাব্বির আহমদ দুলাল সহ আরও অনেকে।

বৃহত্তর নোয়াখালী জেলা সমিতির পক্ষ থেকে কাউসার হামিদ সহ অনেকে, বাংলাদেশ কুলতুরাল ইয়াং ফেডারেশন থেকে নুরা আমিন টুকন, শামিম বেপারী সহ অন্যন্যরা,ভঁয়েজ অব বার্সেলোনা থেকে ফয়সল আহমেদ ,ক্রিকেট ক্লাব থেকে নাদিম আশেক এ আরমান,ময়েজ উদ্দিন,মহিলা সমিতি বার্সেলেনা থেকে মেহেতাব হক জানু, দীবা গাজী, দিলরুবা আক্তার আরো অনেকে, বন্ধু সুলভ মহিলা সংগঠন থেকে শিউলী বেগম,খাদিজা আক্তার মনিকা সহ অন্যন্যরা,

বার্সেলোনা বাংলা স্কুল,শরীয়তপুর জেলা সংগঠন স্পেন, কমুনিদাদ দে বাংলাদেশ সান্তাকলোমা, বিজনেস এসোসিয়েশন,বাংলাদেশ কুলতুরাল ইয়ং ফেডারেশন ,ইউ কে সুপার মার্কেট,কাতালোনীয়া যুবলীগ,জাতীয় তাবাদী যুবদল, মাদারীপুর জেলা সমিতি,সাংবাদিক ব্যক্তিবর্গ সহ আয়োন্তামেন্ত দে বার্সেলোনা ও বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বাংলাদেশ দূতাবাসের পক্ষে ফুল দেন এ টি এম আব্দুর রউফ মন্ডল সাথে ছিলেন রামন পেদ্রো।

পুষ্পস্তবক পর্ব শেষে  শিশুদের দেশ প্রেমে উদ্বুদ্ধ  করতে  বিভিন্ন ইভেন্টে  চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়।

প্রধান অতিথি এ টি এম আব্দুর রউফ মন্ডল বলেন,সেদিন ইতিহাস বদলে দিয়েছিল সালাম,জব্বার , জব্বার,রফিক, বরকত।ভাষার জন্য বুকের তাজা রক্তে রাজপথ রাঙিয়ে দেয়া ইতিহাসে বিরল।তাদের রক্তে সেদিন লিখা হয়েছিল প্রিয় স্বাধীনতা, একটি প্রিয় বাংলাদেশ।

চেম্বার অব কমার্স এর সভাপতি সাজিদ রহমান সোহেল বলেন,দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যারা জীবন দেয় সে শহীদ কখনো মরেনা। এরা ফিরে আসে দেশাত্ববোধ জাগাতে। আজকের এই দিনটি একমাত্র তাদের জন্য উৎসর্গকৃত।

চেম্বার অব কমার্স এর সাধারন সম্পাদক মিরন নাজমুল বলেন, ভাষার জন্য রক্তদান পৃথিবীর ইতিহাসে বিরল।সেদিনের বাংলা ভাষার স্লোগান আজীবন বিশ্ব মানবতাকে স্মরণ করিয়ে দেবে । ৫২ এর শহীদদের রক্তে লিখা হয়ে গেছে আমার ভাষার নাম আন্তর্জাতিক মাতৃভাষা।

বার্সেলোনা আওয়ামীলীগ সভাপতি শাহ আলম স্বাধীন বলেন ওরা আমার প্রিয় ভাষা কেড়ে নিতে ছিল, ভাষা বীরদে সেদিনের আত্মত্যাগ কে সম্মান প্রদর্শন পুর্বক আজকের এই একুশ মেলা।এইটুকু আজীবন বলে যাব “ভুলবো না কোন দিন”।

পরিশেষে রাজু, দীবা ও  অন্যন্য শিল্পীদের দেশের গান পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠান ।

জেবুন্নেসা হারুন/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »