ইতালির ভেনিসে অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

বিশেষ প্রতিনিধি, ইতালি: ওমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানের সাথে ছন্দ মিলিয়ে বাংলাদেশের সঙ্গে মিল রেখে একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ইতালির সময় সন্ধ্যা সাতটা এক মিনিটে
সালাম, বরকত, রফিক, জব্বার সহ সকল ভাষা শহীদদের স্মরণে ইতালির ভেনিসে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসিএস ভেনিস ক্লাবের আয়োজনে শ্রদ্ধা জানান ভেনিস বাংলা স্কুল, ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখা, ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি, সম্মিলিত নাগরিক কমিটি ভেনিস, সহ বিভিন্ন ব্যক্তি, শিশু-কিশোর, রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দগণ।

সে সময়ে আয়োজক এসিএস ক্লাবের সম্মানিত সভাপতি মোশারফ মোল্লা বলেন ভবিষ্যতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আরো বড় পরিসরে করার ব্যবস্থা করা হবে। আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমান বলেন যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ভাষা পেয়েছি তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি বলেন, দেশের মাটিতে বাংলাকে উজ্জীবিত করার জন্য যারা কাজ করছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সভাপতি সোহানুর রহমান উজ্জ্বল বলেন বাংলাকে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য প্রবাসী সাংবাদিকেরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সেজন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদউল্লাহ সোহেল বলেন প্রবাসের মাটিতে আন্তর্জাতিক মাতৃভাধা দিবস উপলক্ষে যারা এ আয়োজন করেছেন এবং যারা শ্রদ্ধা নিবেদন করেছেন সকলকে ধন্যবাদ জানান।

মোহাম্মদ উল্লাহ সোহেল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »