ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে শুরু হয়েছে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি সমমানের পরিক্ষা।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে জেলার ১৭টি কেন্দ্রে েএসএসসি, দাখিল এবং সমমানের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরিক্ষা গ্রহণ করা হয়েছে।
পরিক্ষা সুষ্ঠ , নিরপেক্ষ ও মানসম্মত পরিবেশে অনুষ্ঠিত করার জন্য জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা গণ ও জেলা শীর্ষ কর্মকর্তারা জেলার ৪টি উপজেলার এসএসসি ১৭টি কেন্দ পরিদর্শন করেছেন।
মাধ্যমিক স্তরে ১৭১টি বিদ্যালয়ের ৭ হাজার ৯৮২জন শিক্ষার্থী এবং দাখিল পরিক্ষায় ১২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৪৩১জন শিক্ষার্থী ৭টি কেন্দ্রে পরিক্ষায় অংশগ্রহণ করে।
এছাড়া এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) ৭টি কেন্দ্রে ৯১৭জন শিক্ষার্থীসহ ১২ হাজার ৩১০জন এসএসসি ও সমমানের পরিক্ষার্থী ছিল। ১% পরক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি বলে বিভিন্ন কেন্দ্র থেকে তথ্য পাওয়া গেছে।
শান্তিপূর্ণ ও মানসম্মত পরিবেশে পরিক্ষা নিশ্চিত করার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কে আহ্বায়ক করে ২টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। বোর্ডের নির্দেশনা মোতাবেক প্রতিটি কেন্দ্রে ১জন হল সুপার ও প্রত্যেক ভেন্যুর জন্য ১জন কেন্দ্র সচিব নিয়োগ করা হয়েছে। প্রতি কক্ষে সবোর্চ্চ ২০জন শিক্ষার্থী বসানো হবে এবং ২জন করে শিক্ষক প্রত্যবেক্ষকের নিয়োগ দেয়া হয়েছে। কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে অথবা বিধি নিষেধ থাকায় পরিক্ষা কেন্দ্রের ভিতরে কাউকে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে দেয়া হয়নি এবং প্রত্যেক পরীক্ষার্থীকে দেহ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে।
পরিক্ষা সুষ্ঠ, দুর্নীতি মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরিক্ষা গ্রহণের লক্ষে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন রাখা হয়েছে।
বাধন রায়/ইবিটাইমস