ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির সুইট বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
এবছর প্রতিপাদ্য বাংলা ইশারা ভাষা প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার সকাল ১১টায় আলোচনা সভায় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুর রশিদ খান।
অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম লুৎফর নেছা। অন্যদের মধ্যে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা খাইরুল ইসলামসহ সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র- শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
বাধন রায়/ইবিটাইমস