অষ্ট্রিয়ায় বাংলাদেশী বংশোদ্ভূত জান্নাতের অসাধারন কৃতিত্ব

ভিয়েনা ডেস্কঃ ভিয়েনার অতি পরিচিত মুখ কবি, সাহিত্যিক, সিনিয়র সিটিজেন এবং অষ্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের বর্তমান সভাপতি আনিসুজ্জামান এর কনিষ্ঠ কন্যা জান্নাতুল ফেরদাউস জামান এবার অষ্ট্রিয়ার রাজধানি ভিয়েনা থেকে Bechelor of Science in Health Studies নিয়ে FH Campus থেকে কৃতিত্বের সাথে এই  ডিগ্রি অর্জন করেন।

জান্নাতুল ফেরদাউস জামান ২০০৮ইং সালে তার পরিবারের সাথে ভিয়েনা আসেন। তিনি প্রাইমারী স্কুল থেকেই ভালো রেজাল্ট করে এই পর্যন্ত এসেছেন।

গত ২৪ জানুয়ারি Vienna Municipality হল রুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সমাবর্তন অনুষ্ঠানে Bechelor of Science in Health Studies এর সার্টিফিকেট তুলে দেয়া হয়।

জান্নাতুল ফেরদাউস জামান ২ভাই এবং ২ বোনের মধ্যে সবার ছোট। তার বাবা সাংবাদিক এবং মা সুলতানা জামান একজন গৃহিণী। বাংলাদেশে ওনাদের বাড়ি সিলেট জেলায়।

অষ্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাব এবং ইউরো বাংলা টাইমস পরিবারের পক্ষথেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »