অস্ট্রিয়ায় বসবাসকারী বৃহত্তর সিলেট বিভাগের প্রবাসীদের একমাত্র সংগঠন এই জালালাবাদ সমিতি অস্ট্রিয়া
ভিয়েনা ডেস্কঃ শনিবার (২৭ জানুয়ারি) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জালালাবাদ সমিতি অস্ট্রিয়ার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির এক সাধারণ সভায় অস্ট্রিয়ায় বসবাসকারী বিপুল সংখ্যক বৃহত্তর সিলেট প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে ২০২৪ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
২০২৪ সালের নতুন কার্যকরী কমিটিতে সভাপতি পদে-অচিউর রহমান ও সাধারন সম্পাদক পদে – শাহ শরীফ উদ্দিন জাকি কে সর্বসম্মতিতে নির্বাচিত করে ১৭ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
জালালাবাদ সমিতি অস্ট্রিয়ার ২০২৪ সালের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে,
■ সভাপতি অচিউর রহমান
■ সহ-সভাপতি পদে নাসির শেখ
■ সাধারন সম্পাদক শাহ শরীফ উদ্দিন জাকি
■ সহ সাধারন সম্পাদক আশরাফুল হক
■ সাংগঠনিক সম্পাদক জাবের তাফাদার
■ সহ সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া চৌধুরী
■ কোষাধ্যক্ষ জুয়েল খান
■ সহ কোষাধ্যক্ষ আব্দুল বাসিত
■ সাংস্কৃতিক সম্পাদক সোহেল আহমেদ
■ ক্রীড়া সম্পাদক টিপু চৌধুরী
■ সহ ক্রীড়া সম্পাদক শাহ মাসুম
■ ধর্ম বিষয়ক সম্পাদক শোয়েব তালুকদার
■ প্রচার ও প্রকাশনা সম্পাদক-আব্দুল হামিদ রাজু
■ সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক-বোরহান মিয়া
■ সম্মানিত সদস্য হিসাবে আলী ইউসুফ
■ মুহাম্মদ সুজন ও
■ মুহাম্মদ মিন্টু
নবগঠিত কমিটিকে আগামী এক বছরের জন্য সমিতির কার্যক্রম পরিচালনা করার অনুমোদন দেয়া হয়েছে।
এখানে উল্লেখ্য যে,জালালাবাদ সমিতি অস্ট্রিয়া প্রতিষ্ঠা লগ্ন থেকেই অস্ট্রিয়া বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ও স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে আসছে।
নতুন কমিটির কাছে তারই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে আরও নতুনত্ব কামনা করেছেন অস্ট্রিয়ায় বসবাসরত বৃহত্তর সিলেটের প্রবাসীরা।
তারা আরো আশা করছেন এই কার্যকরী কমিটি সকল সদস্যকে নিয়ে এই বছরের রমজানের ইফতার, গেট-টুগেদার,পিকনিক, গ্রীল পার্টি, জাতীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলাসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান উপহার দিবেন।
জালালাবাদ সমিতি অস্ট্রিয়া একটি বহুমুখী আঞ্চলিক সংগঠন।এই সমিতিতে রয়েছেন অস্ট্রিয়ায় বসবাসরত কবি সাহিত্যিক, লেখক, হাফেজ,কলামিস্ট, রাজনীতিবিদ, সাংবাদিক, বাউল শিল্পীসহ বিভিন্ন গুণীজন।এবার নতুন সাজসজ্জা কৌশল নিয়ে ভিন্ন আঙ্গিকে ২০২৪ সালের নতুন কমিটি সকলের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে এমনটাই সকলের কামনা।
কবির আহমেদ/ইবিটাইমস