ঝালকাঠির কাঠালিয়ায় ধর্ষন মামলার আসামী ২৭ বছর পর গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় অপরহনের ও ধর্ষন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মিজানুর রহমান সিকদার(৫০)কে দীর্ঘ ২৭ বছর পর গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাকে ঝালকাঠি জেল হাজতে প্রেরন করা হয়। মিজান কাঠালিয়া উপজেলার বড় কাঠালিয়া গ্রামের মোঃ মতি মিয়া সিদকদারের পুত্র।

মিজানুর রহমান সিকদার বরগুনা জেলার বেতাগী সদর উপজেলার আছমা আক্তার নামের এক নারীকে ১৯৯৬ সালে চাকুরী দেয়ার নামে ঢাকায় নিয়ে ধর্ষন করেন। পরে ধর্ষিতা আছমা আক্তার মিজানকে আসামী করে বেতাগী থানায় অপহরনের পর ধর্ষন করার অভিযোগে মামলা দায়ের করেন।

এ মামলায় যাবজ্জীবন সাজা হলেও মিজান বিভিন্ন ছদ্ম নাম ব্যবহার করে দীর্ঘ ২৭ বছর পালিয়ে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধায় র‍্যাব-৮ ও র‍্যাব-২ এর সহযোগীতায় কাঠালিয়া থানা পুলিশের একটি দল বরগুনার বামনা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে।

কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার জানান, আছমা আক্তার নামের এক নারীকে অপহরন ও ধর্ষন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মিজানুর রহমান সিকদারকে আটক করে আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি আদালতে প্রেরন করা হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »