টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক সেনাসদস্য নিহত হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের উপজেলার আনালিয়াবাড়ীর রেল ব্রীজের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, রাতের কোন এক অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হয়েছে।
নিহত সেনা সদস্য ফখরুল ইসলাম ( ২০) লক্ষীপুর সদর উপজেলার কড়ালিয়া তত্বপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে বগুড়া ক্যান্টমেন্টে সেনা সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান,সকাল সাড়ে ৯ টার দিকে ওই সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ছুটি শেষে বগুড়া ক্যান্টমেন্টে যোগদানের জন্য যাচ্ছিলেন বলে তার পরিবার জানিয়েছেন। কিন্তু কোন ট্রেনে কাটা পড়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে টাঙ্গাইলের ঘারিন্দা এলাকার পয়লা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। সে দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে খন্দকার আবুল কালাম (৪২)।
ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস