প্রাথমিক ও মাধ্যমিকের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে শীতের তীব্রতা বেড়েই চলছে। জেলায় চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আজ সোমবার। এ দিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৮.৯ ডিগ্রি নামায় আগামীকাল মঙ্গলবার জেলার সকল প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।
এদিকে শীতের কারণে অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। আবার কেউ কেউ গরম পোশাক পড়ে তাদের গন্তব্যে যাচ্ছেন। আবার অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। তীব্র কুয়াশাএবং হিমেল হাওয়ার কারণে জনজীবনে বিপর্যন্ত হয়ে পড়েছে। এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত জনিত বিভিন্ন রোগ বালাই। আর এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।
টাঙ্গাইল আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আব্দুস ছবুর সরকার বলেন, চলতি বছরের জেলায় সর্বনিম্নতাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা এ অবস্থায় থাকবে।
জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা জানায়, জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় আগামীকাল মঙ্গলবার প্রাথমিক এবং মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।আগামীকাল মঙ্গলবারের আবহাওয়া পর্যবেক্ষণ করে পরবর্তীসিদ্ধান্ত নেয়া হবে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস