ভিয়েনা ০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট দেশে অবতরণ করেছে লালমোহন পৌরসভার সাবেক মেয়র তুহিন গ্রেফতার হাদীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে টাঙ্গাইলে জামায়াতে বিক্ষোভ মিছিল ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থী হাফিজের মনোনয়ন ফরম সংগ্রহ সড়ক নির্মাণে অনিয়ম! বন্ধ থাকা কাজ শুরু করলেও জানেনা অফিস কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন : ডা. জাহিদ ভোলা-৩ আসনে বিডিপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ নয়ানীগ্রাম যুব তাফসীর কমিটির উদ্যোগে দুই দিনের ইসলামী মহা সম্মেলন টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

ভোলার লালমোহনে সড়কের পাশে শিম চাষে কৃষকের সাফল্য

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • ৩০ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় সড়কের পাশে শিম চাষ করে সফলতা পেয়েছেন চার কৃষক। উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙাসিয়া এলাকায় সড়কের দুই পাশ জুড়ে প্রায় ১ হাজার মিটার জমিতে বারী-১ সহ অন্যান্য উপজাতের শিম চাষ করেন তারা। এই চার চাষী হলেন ওই এলাকার মো. জাহাঙ্গীর, মো. খোরশেদ আলম, মো. আলমগীর ও মো. জেবল হক সর্দার। তাদের চাষ করা গাছগুলোতে এখন থোকায় থোকায় দুলছে শিম। সেখান থেকে ইতোমধ্যে কয়েক হাজার টাকার শিম বিক্রি করেছেন চাষীরা।

সড়কের পাশে চাষ করা শিম চাষী জাহাঙ্গীর, খোরশেদ আলম, জেবল হক সর্দার ও আলমগীর বলেন, সড়কের পাশে এসব জমিগুলো দীর্ঘদিন ধরে অনাবাদি ছিল। তবে কৃষি অফিসের পরামর্শ ও তাদের দেয়া বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও জালের মাধ্যমে প্রথম বারের মতো সড়কের পাশে শিম চাষ শুরু করি। গাছগুলোতে এখন ব্যাপক পরিমান ফুল ও ফলন রয়েছে। আমরা এক একজন কৃষক এরই মধ্যে ৪-৫ হাজার টাকার শিম বিক্রি করেছি। গাছে এখনো যে পরিমান শিম ও ফুল রয়েছে শেষ পর্যন্ত এক একজনে তা প্রায় ২০-২৫ হাজার টাকার মতো বিক্রি করতে পারবো। প্রথমবার হলেও এবছর আমরা ভালো ফলন পেয়েছি। সামনের বছর আমরা জমির পরিমান আরো বৃদ্ধি করে চাষাবাদের পরিমান বাড়াবো।

স্থানীয় বাসিন্ধা মো. সুমন, নুর ইসলাম ও স্কুল শিক্ষক ইয়াছিন জানান, আমরা বছরের পর বছর ধরে দেখেছি এই সড়কের পাশের জায়গাগুলো বন জঙলায় ঘেরা পরিত্যাক্ত অবস্থায় পড়ে ছিল। তবে এবছর আমাদের এলাকার চারজন কৃষক সড়কের পাশে পরিত্যাক্ত জায়গাগুলোতে শিমের চাষ করেছেন। তাদের গাছগুলোতে অধিক পরিমানে শিম রয়েছে। এতে তারা ব্যাপক লাভবান হবে বলে আমরা আশা করছি। একই সঙে আমরা স্থানীয়রা কমদামে টাটকা সবজি কিনতে পারছি।

এবিষয়ে লালমোহন কৃষি অফিসের উপসহকারি কৃষি কর্মকর্তা টুটুল চন্দ্র সাহা বলেন, আমাদের লক্ষ কোন জমি যেন অনাবাদি না থাকে। সে লক্ষে এ বছর উপজেলার পাঙাসিয়া গ্রামের চার কৃষককে দিয়ে সড়কের পাশে পরিত্যাক্ত জমিতে শিম চাষে উদ্ধুদ্ধ করেছি। যার জন্য এসব কৃষকদের বিনামূল্যে সার, বীজ, কীটনাশক, জাল ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা আমাদের পরামর্শ মোতাবেক শিম চাষ করে প্রথম বারেই সফল হয়েছেন।

এই উপসহকারি কৃষি কর্মকর্তা আরো বলেন, আমরা সবসময় কৃষকদের পাশে রয়েছি। আগামীতে ও কেউ যদি এরকম ভাবে শিমচাষ করতে আগ্রহী হন, তাদেরকেও প্রয়োজনীয় পরামর্শ ও সামগ্রী দিয়ে লালমোহন উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার লালমোহনে সড়কের পাশে শিম চাষে কৃষকের সাফল্য

আপডেটের সময় ০৩:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় সড়কের পাশে শিম চাষ করে সফলতা পেয়েছেন চার কৃষক। উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙাসিয়া এলাকায় সড়কের দুই পাশ জুড়ে প্রায় ১ হাজার মিটার জমিতে বারী-১ সহ অন্যান্য উপজাতের শিম চাষ করেন তারা। এই চার চাষী হলেন ওই এলাকার মো. জাহাঙ্গীর, মো. খোরশেদ আলম, মো. আলমগীর ও মো. জেবল হক সর্দার। তাদের চাষ করা গাছগুলোতে এখন থোকায় থোকায় দুলছে শিম। সেখান থেকে ইতোমধ্যে কয়েক হাজার টাকার শিম বিক্রি করেছেন চাষীরা।

সড়কের পাশে চাষ করা শিম চাষী জাহাঙ্গীর, খোরশেদ আলম, জেবল হক সর্দার ও আলমগীর বলেন, সড়কের পাশে এসব জমিগুলো দীর্ঘদিন ধরে অনাবাদি ছিল। তবে কৃষি অফিসের পরামর্শ ও তাদের দেয়া বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও জালের মাধ্যমে প্রথম বারের মতো সড়কের পাশে শিম চাষ শুরু করি। গাছগুলোতে এখন ব্যাপক পরিমান ফুল ও ফলন রয়েছে। আমরা এক একজন কৃষক এরই মধ্যে ৪-৫ হাজার টাকার শিম বিক্রি করেছি। গাছে এখনো যে পরিমান শিম ও ফুল রয়েছে শেষ পর্যন্ত এক একজনে তা প্রায় ২০-২৫ হাজার টাকার মতো বিক্রি করতে পারবো। প্রথমবার হলেও এবছর আমরা ভালো ফলন পেয়েছি। সামনের বছর আমরা জমির পরিমান আরো বৃদ্ধি করে চাষাবাদের পরিমান বাড়াবো।

স্থানীয় বাসিন্ধা মো. সুমন, নুর ইসলাম ও স্কুল শিক্ষক ইয়াছিন জানান, আমরা বছরের পর বছর ধরে দেখেছি এই সড়কের পাশের জায়গাগুলো বন জঙলায় ঘেরা পরিত্যাক্ত অবস্থায় পড়ে ছিল। তবে এবছর আমাদের এলাকার চারজন কৃষক সড়কের পাশে পরিত্যাক্ত জায়গাগুলোতে শিমের চাষ করেছেন। তাদের গাছগুলোতে অধিক পরিমানে শিম রয়েছে। এতে তারা ব্যাপক লাভবান হবে বলে আমরা আশা করছি। একই সঙে আমরা স্থানীয়রা কমদামে টাটকা সবজি কিনতে পারছি।

এবিষয়ে লালমোহন কৃষি অফিসের উপসহকারি কৃষি কর্মকর্তা টুটুল চন্দ্র সাহা বলেন, আমাদের লক্ষ কোন জমি যেন অনাবাদি না থাকে। সে লক্ষে এ বছর উপজেলার পাঙাসিয়া গ্রামের চার কৃষককে দিয়ে সড়কের পাশে পরিত্যাক্ত জমিতে শিম চাষে উদ্ধুদ্ধ করেছি। যার জন্য এসব কৃষকদের বিনামূল্যে সার, বীজ, কীটনাশক, জাল ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা আমাদের পরামর্শ মোতাবেক শিম চাষ করে প্রথম বারেই সফল হয়েছেন।

এই উপসহকারি কৃষি কর্মকর্তা আরো বলেন, আমরা সবসময় কৃষকদের পাশে রয়েছি। আগামীতে ও কেউ যদি এরকম ভাবে শিমচাষ করতে আগ্রহী হন, তাদেরকেও প্রয়োজনীয় পরামর্শ ও সামগ্রী দিয়ে লালমোহন উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস