ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় সৌদি আরব থেকে কুরবানির দুম্বার গোশত বিতরণের জন্য বাংলাদেশে এসেছে। এরই অংশ হিসেবে ঝালকাঠি জেলায় চট্টগ্রাম থেকে ট্রাকযোগে দক্ষিণা লের অন্যান্য জেলাগুলিতে গোশত পাঠানো হচ্ছে।
ঝালকাঠি জেলায় ৮৮ কার্টন দুম্বার গোশত বরাদ্দ পেয়েছে। এরমধ্যে সদর উপজেলা ও নলছিটি উপজেলায় ২৮ কার্টন করে এবং রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় ১৬ কার্টন করে পাঠানো হচ্ছে।
উপজেলাভূক্ত মাদ্রাসার এতিমখানা, লিল্লাহ বোর্ডিং এই সকল প্রতিষ্ঠানে গরিব ও এতিম শিশুদের জন্য এই গোশত দেয়া হচ্ছে। সংখ্যা কম হওয়ায় এর বাহিরে আর কোন প্রতিষ্ঠানে দেয়ার সংখ্যা ও সুযোগ কোনটাই নাই।
বাধন রায়/ইবিটাইমস