ঝালকাঠির নলছিটির বহরমপুরে ভুট্টা চাষে যান্ত্রিকীকরণ স্মার্ট কৃষির সূচনা

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলা বহরমপুর গ্রামে উচ্চ শিক্ষিত মোঃ নাজমুল হাসান টিটু এলাকার পতিত থাকা জমিতে যান্ত্রিকীকরণের মাধ্যমে স্মার্ট কৃষির সূচনা করেছেন। তিনি এবছর প্রায় ২০ একর পতিত থাকা জমিতে ভুট্টার চাষ করছেন এবং সে বীজ রোপনের জন্য ড্রাম সিডার, পাওয়ার স্প্রে, পাওয়ার টিলার, সাইলেন্স মেশিন ক্রয় করে কৃষি কাজে নেমেছে। সাইলেন্সার মেশিন দিয়ে ভুট্টার ফলন তোলার সময় গাছসহ মাড়াই করে গো-খাদ্য তৈরি করবেন। গত বছর ম্যানুয়াল পদ্ধতিতে চাষ করে সে লাভবান হতে পারেনি। এবছর যান্ত্রিকীকরণের মাধ্যমে স্মার্ট কৃষি ব্যবস্থার আওতায় তার ম্যানুয়াল পদ্ধতির খরচ থেকে ৫০ ভাগ খরচ সাশ্রয় হবে।

এই যান্ত্রিকীকরণের ফলে সময় ও কম ব্যয় হবে, কাটা, মাড়াইসহ চাষাবাদের জন্য কৃষাণ খরচ তেমন ব্যয় হবে না। সেই জায়গায় মেশিনই কাজ করবে।

বরিশাল বিএম কলেজ থেকে মাস্টার্স করেছেন মোঃ নাজমুল হাসান টিটু এবং সে ধারণা করছে এ বছর তার হেক্টর প্রতি ১৫ মে.টন ফলন উৎপাদন পাবেন।
তার এই ভুট্টা চাষের বীজ রোপনের উদ্ভোধনী অনুষ্ঠানে নলছিটি উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন, অতিরিক্ত কৃষি অফিসার আবু জাফর ইলিয়াস, ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহজাদা লস্কর ও উপ-সহকারী কৃষি অফিসার কাজল হোসেনসহ এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

উপস্থিত কৃষি কর্মকর্তারা তার সাফল্য কামনা করেন ও তাকে সকল ধরণের সহযোগীতা করার জন্য আশ্বাস প্রদান করেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মোঃ নাজমুল হাসান টিটুর ক্ষেত-খামার এলাকার গরু ছাগল এবং কোন ব্যক্তি বা গোষ্ঠী প্রতিহীংসামূলক কোন ধরণের ক্ষয়ক্ষতি যাতে না করতে পারে সে ব্যপারে আশ্বাস দেয়া হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »