ঝালকাঠি প্রতিনিধিঃ সারা দেশের মত শৈত্য প্রবাহ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। রবিবার বেলা ৩টা পর্যন্ত এই জেলায় সূর্যের মূখ দেয়া যায়নি। সকাল থেকেই কুয়াসায় ঢাকা ছিল ও হিমেল বাতাশ বইতেছিল। মানুষ এই পরিস্থিতিতে ঠিকমত কাজ কর্ম করতে পারছে না। বয়ষ্ক ও শিশুরা ঠান্ডানজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং কিছু কিছু রোগিরা হাসপাতালগুলির বহিঃবিভাগ থেকে চিকিৎসা পরামর্শ নিয়ে বাড়িতে অবস্থান করছেন।
এই পরিস্থিতিতে কর্মজীবি মানুষের জীবনযাত্রায় চরম বাধাগ্রস্থ হচ্ছে। অন্যান্য দিনগুলির চেয়ে রবিবার সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় দিনের বেলাই কাঠ কুটা জ্বালিয়ে আগুনের তাপ নিয়ে শরীর গরম বানাচ্ছে।
বাধন রায়/ইবিটাইমস