হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৩ আসনে টানা ৪র্থ বারেরমত এমপি হলেন আলহাজ¦ এডভোকেট মোঃ আবু জাহির। তিনি নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৬০ হাজার ৬০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এমএ মুমিন চৌধুরী (লাঙ্গল) প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ০৭৬ ভোট । জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা এ ফলাফল ঘোষণা করেন। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ৬৮৫ জন। ৯জন প্রাথী ছিলেন। ভোট কেন্দ্র ছিল ১৩১টি।
ব্যারিস্টার সুমনের রেকর্ড জয়,ধরাশায়ী প্রতিমন্ত্রী মাহবুব। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ঈগল প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট। অর্থাৎ ৯৯ হাজার ৫৫৬ ভোট বেশি পেয়েছেন ব্যারিস্টার সুমন। এ আসনে মোট কেন্দ্র ১৭৭টি।
হবিগঞ্জ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী কেয়া চৌধুরী বিজয়ী। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ঈগল প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৫ হাজার ৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লাঙ্গল প্রতীকের প্রার্থী এমএ মুনিম চৌধুরী বাবু পেয়েছেন ৩০ হাজার ৭০৩ ভোট। এ আসনে মোট কেন্দ্র ১৭৭টি। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, এ আসনে ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৩১ হাজার ৪২২ জন। প্রার্থী ছিলেন ৫ জন। বাকী প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ (ট্রাক), ইসলামি ঐক্যজোট বাংলাদেশের মোস্তাক আহমেদ ফারহানী (মিনার), কৃষক শ্রমিক জনতা লীগের মো: নুরুল হক (গামছা)।
হবিগঞ্জ-২ আসনে হ্যাট্রিক এমপিকে পরাজিত করে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এমপি হলেন। আজমিরীগঞ্জ-বানিয়াচং উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-২ আসনে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল নৌকা প্রতীক নিয়ে ৯৯ হাজার ৯৪৩ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীক নিয়ে তিনবারের নির্বাচিত এমপি স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আব্দুল মজিদ খান ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ হাজার ৬০৬ ভোট। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা এ ফলাফল ঘোষণা করেন। এ আসনে ভোটকেন্দ্র ছিল ১৫০টি। ৩ লাখ ৬৮ হাজার ৩৩৪ ভোট রয়েছে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস