বার্সেলোনা থেকে মহিউদ্দিন হারুনঃ কাম্পো মিউনিসিপাল কার্লোস পেরেজ দে রোজাস মন্টজোইক বার্সেলোনায় ২৭ নভেম্বর থেকে ১৬ই ডিসেম্বর ২০২৩ পর্যন্ত চলতে থাকে এই ক্রিকেট সিরিজ।পুরুষ্কার বিতরনের মধ্যদিয়ে টুর্ণামেট এর আনুষ্ঠানিক সমাপনি হয়।
বাংলদেশী ক্রিকেট টিম বেঙ্গলী ক্রিকেট ক্লাব সহ মোট ১০টি ক্রিকেট টিম T10 সিরিজে অংশ নেয়।পাকিস্তান, ইন্ডিয়া, ইংলিশ, স্পেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, বাংলাদেশ সহ মোট ১০টি টিম এর অংশ গ্রহনে T10 ক্রিকেট সিরিজ।
প্রথম রাউন্ডে,বেঙ্গলী ক্রিকেট ক্লাব ১৮ খেলায় ১২টিতে জয় লাভ করেন এবং ৩য় স্হান অধিকার করে আরো একধাপ এগিয়ে যান।দ্বিতীয় রাউন্ড এর শ্বাসরুদ্ধকর খেলা অনুষ্ঠিত হয় ১৫ই ডিসেম্বর ১৫.৪৫ মিঃ হইতে।বেঙ্গল ক্রিকেট ক্লাব এবং কাতালোনীয়া রেড ক্রিকেট ক্লাবের দ্বিতীয় রাউন্ড এর খেলা দর্শক এবং আমন্ত্রিত অতিথিরা টান টান উত্তেজনা কর পরিবেশে আগ্রহের সাথে উপভোগ করেন।
১৬ই ডিসেম্বর সেমি ফাইনাল ও ৩য় স্হান নির্ধারনী ম্যাচ অনুষ্ঠিত হয়।বেঙ্গলী ক্রিকেট ক্লাব সেমি ফাইনাল খেলে তৎপরবর্তী তৃতীয় স্থান হওয়ার গৌরভ অর্জন করেন। বেঙ্গলী ক্রিকেট ক্লাবের ফারুক আহমেদ ২০ ম্যাচ এ ৫টি অর্ধশতক সহ ৭৫০ রান করে ৫ম তালিকায় উঠে আসেন।
বাদালোনা ক্রিকেট ক্লাবের ২১ বছরের বাঙ্গালী তরুন ওমর আলী ইয়ং (U23) প্লেয়ার অব দা টুর্ণামেন্ট হওয়ার গৌরভ অর্জন করেন।২টি শতরান সহ তার সংগ্রহ সর্বমোট ৬৫৩ রান সাথে ২৩ ওভারে ১১ ওইকেট এর গৌরভ তার উঠতি তালিকায় জমা রাখেন।
১৪ বছর বয়সে ওমর আলী বেঙ্গলী ক্রিকেট ক্লাবে অভিষিক্ত হন।তিনি এ পর্যন্ত বেঙ্গলী ক্রিকেট ক্লাব এবং বাদালোনা ক্রিকেট ক্লাবের হয়ে খেলে আসছেন।পরিশ্রমি এই ক্রিকেটার ওমর আলী যার হাতে খড়ি বার্সেলোনাতে এসে।তিনি ওপেনিংয়ে নরেশ কুমারের সাথে পাটনারশিপ ২১৫ রান করেন।
টুর্ণামেন্ট এ অন্যন্য খেলোয়ার্ডদের মধ্যে ফারফরম্যান্স দেখান মাহাদী আল মাহমুদ, ফারুক আহমেদ সুইডে ন্যাশনাল প্লেয়ার, সাইদুর রহমান পর্তোগাল ন্যাশনাল প্লেয়ার, আব্দুস সামাদ পর্তোগাল ন্যাশনাল প্লেয়ার।
বেঙ্গল ক্রিকেট ক্লাবের সভাপতি নাদিম আশেক এ আরমান বলেন মুলত ২০০৭ সাল থেকে বার্সেলোনায় ক্রিকেটের গোড়াপত্তন।সে ক্ষেত্রে জনপ্রিয় এই খেলার মুল মুটিবেশন তথা অংশিদারীত্বে পাকিস্তান ইন্ডিয়া সহ অন্যন্য ক্রিকেট টিমের সাথে বেঙ্গল ক্রিকেট ক্লাব এবং বাদালোনা ক্রিকেট ক্লাবের নাম ও প্রথম সারিতে থাকবে আশা রাখী। তিনি আরো বলেন, ক্রিকেট প্রেমি মানুষের জন্য আমাদের প্রয়াস, আশা করি সবাই অদম্য উৎসাহে গ্রহন করবে। আমার দেশের ছেলে বিদেশ মাটিতে নাম করছেএটাই আমাদের বড় পাওনা।তিনি আরো বলেন বড় দের পাশাপাশি U15 ,U19 এবং মেয়েদের টিম নিয়েও আমরা কাজ করছি।
স্পেনিশ ক্রিকেট এসোসিয়েশন এর সহযোগিতায় সিরিজ টর্ণামেন্ট এর আয়োজন করেন ইউরোপিয়ান ক্রিকেট নেটওয়ার্ক।
ডেস্ক/ইবিটাইমস