প্রতীক বরাদ্দের ৩০ মিনিট পর নির্বাচন থেকে সরে গিয়ে নৌকার প্রার্থীকে সমর্থন দিলেন স্বতন্ত্র প্রার্থী মিরন

টাঙ্গাইল প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের ৩০ মিনিট পর টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মামুনুর রশিদ মামুনকে সমর্থন দিয়ে স্বতন্ত্র প্রার্থী জামিলুর রহমান মিরন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি। 
 
জামিলুর রহমান মিরন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র। তিনি এবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। 
 
জামিলুর রহমান মিরন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ ও লালন করতে আওয়ামী লীগ করি। ইতোপূর্বে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আমি টাঙ্গাইল পৌরসভার মেয়র হয়েছিলাম। দলের বাইরে গিয়ে নির্বাচন করবো না। সেই জন্য নৌকার প্রার্থী আমার ছোট ভাই মামুনুর রশিদ মামুনকে সমর্থন জানিয়েছি। দল বা কোনো নেতাকর্মীর চাপে নির্বাচন থেকে সরে দাঁড়াইনি। দলকে সম্মান জানিয়ে মামুনুর রশিদ মামুনের পক্ষে কাজ করবো। বিপুল ভোটে নৌকাকে বিজয় করে শেখ হাসিনাকে উপহার দিব। 
 
এসময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মামুনুর রশিদ মামুন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাহার আহমেদ, যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
জেলা পরিষদের সামনে নির্বাচন থেকে সরে দাঁড়ানো জামিলুর রহমান মিরনকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে নৌকার পক্ষে বিশাল শোডাউন বের হয়।
 
এর আগে সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম প্রার্থী ও তাদের প্রতিনিধির উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী জামিলুর রহমান মিরন (ট্রাক) প্রতীক পছন্দ করে নেন। প্রতীক পাওয়ার পর জেলা প্রশাসকের সভা কক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কানাঘুষা করতে থাকেন স্বতন্ত্র প্রার্থী জামিলুর রহমান মিরন। এর ৩০ মিনিট পর জেলা পরিষদের সভা কক্ষে গিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। 
 
টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ মামুন, বর্তমান এমপি ও স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থী ছানোয়ার হোসেন, স্বতন্ত্র (মাথাল) প্রতীকের প্রার্থী মুরাদ সিদ্দিকী, বিএনপির বহিস্কৃত নেতা স্বতন্ত্র (কেটলি) প্রতীকের প্রার্থী এডভোকেট খন্দকার আহসান হাবিব, জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল) প্রতীকের প্রার্থী মোজাম্মেল হকসহ মোট ৭জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। 
 
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »