ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদিনে সারাদেশের মতো অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে ‘জাতীয় বিজয় দিবস ২০২৩’ পালিত হয়েছে। এই উপলক্ষে আজ বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক এক কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রায়হান-উজ্জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান সহ জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলার সকল সরকারি/বেসরকারি অধিদপ্তরে কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।
সভাপতির বক্তব্যের পর বেলুন ও পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর একে একে সকল শিক্ষা প্রতিষ্ঠান পালন করেন এবং শেষে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়।
অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।
মনজুর রহমান/ইবিটাইমস