ইবিটাইমস ডেস্ক: এবারের নির্বাচনে ক্ষমতাসীন এমপি-মন্ত্রী ও নেতাদের হলফ নামায় সম্পদের হিসাব ‘আলাদিনের চেরাগের কাহিনীর মতো’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হলফনামার হিসাব তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আসন্ন একদলীয় পাতানো নির্বাচন উপলক্ষে তাদের মন্ত্রী-এমপি-ডামি-উচ্ছিষ্টভোগী স্বতন্ত্রদের হলফনামা পড়লে মনে হয় যেন আরব্য উপন্যাসের বিখ্যাত ‘আলাদিনের চেরাগের’ কাহিনী পড়ছিলাম। কারোটা দেখলে মনে হয় ‘সাদ্দামের বেহেশতে’ তারা বসবাস করছেন। তাদের বাড়ি-গাড়ি, বিদেশে অভিজাত এলাকায় এপার্টমেন্ট-ডুপ্লেক্স সব কিছু মিলেই মনে হয় যেন তারা ‘সাদ্দামের বেহেশতে’ বসবাস করছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নিশিরাতের ভোট ডাকাত সরকারের ৫ বছর থেকে ১৫ বছরের মন্ত্রী-এমপি ও তাদের নেতারা আঙ্গুল ফুলে কলাগাছ নয় বট গাছ হয়েছেন। তাদের স্ত্রী-সন্তান-শাশুড়িরাও টাকার কুমিরে পরিণত হয়েছেন।
গণমাধ্যমে প্রকাশিত হলফনামা তুলে ধরে তিনি বলেন, একেকজনের সম্পদ ২০০ গুন, ৩০০ গুন, ৪০০ গুন ৫০০ গুন, কেউ আবার পাঁচ বছরে ৭০০ গুন সম্পদেরও মালিক হয়েছেন। দশ বছর আগে যে মন্ত্রীর হলফনামায় হাজারের ঘরে ছিল বার্ষিক আয়; তিনিও এখন কোটি কোটি টাকার মালিক।
এ সব অর্থ সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন একেবারেই নিরব, অন্ধ বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, দুদককে দলকানা প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। তাদের কাজ হলো খুঁজে খুঁজে বিএনপি এবং ভিন্নমতের ব্যক্তিদের ঘায়েল করা। রাজনৈতিক নিপীড়নের হাতিয়ারে পরিণত করা হয়েছে এই তথাকথিত স্বাধীন প্রতিষ্ঠানটিকে।
গত ২৪ ঘণ্টায় আরও ৩৪০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে রিজভী বলেন, ৯টি মামলায় ৯২৮ জনের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
ডেস্ক/ইবিটাইমস/এনএল