আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের মোড়ল দেশ সমূহে করোনার প্রতিরোধের ভ্যাকসিন ডোজ প্রদানের কার্যক্রম বেশ জোড়েসোরে শুরু করলেও সংক্রমণের বিস্তার ও মৃত্যুবরণের সংখ্যা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের রাজধানী বাল্টিমোরের জন হফকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনার ডাটা অনুযায়ী বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত ২৫ লক্ষ ১২ হাজার ৯০৭ জন মানুষ মৃত্যুবরণ করেছেন। বিশ্বে এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১১ কোটি ৩৩ লক্ষ ৪ হাজার ৭৭৩ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৮ কোটি ৮৮ লক্ষ ৬১ হাজার ৫৬৭ জন।
বিশ্বের মধ্যে করোনার সংক্রমণ ও মৃত্যুবরণে এগিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। আজ বৃহস্পতিবার করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ১৩,৫৮৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫৯৬ জন। যুক্তরাষ্ট্রে এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ৮৮ হাজার ২০৯ জন এবং এই পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ৫ লক্ষ ১৮ হাজার ৯৫৯ জন।
করোনায় সংক্রমণ দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে আছে আমাদের প্রতিবেশী ভারত। ভারতে আজ নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ১৬,১২১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০৮ জন। ভারতে এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লক্ষ ৬২ হাজার ৫৯১ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১ লক্ষ ৫৬ হাজার ৮৫০ জন।
প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তৃতীয় স্থানে ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ১ কোটি ৩ লাখ ২৬ হাজার। মৃত্যু হয়েছে ২ লাখ ৫০ হাজার ৭৯ জনের। রাশিয়ায় এখন পর্যন্ত ৪২ লাখ মানুষের শরীরে হানা দিয়েছে করোনা। মৃতের সংখ্যা বেড়ে ৮৪ হাজার ৪৩০ জনে ঠেকেছে। দ্বিতীয় তরঙ্গে মহামারির গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ৪১ লাখ ৪৪ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ১ লাখ ২১ হাজার ৭৪৭ জনের। ষষ্ঠে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ৩৬ লাখ ৬১ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৮৫ হাজার ৩২১ জনের। স্পেনে করোনার শিকার ৩১ লাখ ৭১ হাজার মানুষ। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৬৮ হাজার ৪৬৮ জনে ঠেকেছে। ইতালিতে এখন পর্যন্ত ২৮ লাখ ৪৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৯৬ হাজার ৬৬৬ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী। তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২৬ লাখ ৬৫ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ২৮৫ জনের।
এছাড়া মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ। এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৫৪৪ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৭৯৮ জন রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৮ হাজার ৩৭৯ জনের।
কবির আহমেদ /ইবি টাইমস