পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে আকরাম আলী ডাকুয়াকে।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের এক জরুরী সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়। তিনি দৈনিক খবর পত্রের নাজিরপুর উপজেলা প্রতিনিধি হিসাবে কাজ করছেন।
নাজিরপুর প্রেসক্লাবের কমিটির জেষ্ঠ্য সদস্য ও গঠন তন্ত্রের লেখক সিনিয়র সাংবাদিক সঞ্জিব কুমার রায় বলেন, প্রেসক্লাবের গঠন তন্ত্রের ৪ (ছ) এর ধারা মোতাবেক প্রেসক্লাবের সভাপতি মো. ছিদ্দিকুর রহমান তুহিনের স্থলে সংগঠনের জেষ্ঠ্য সহসভাপতি আকরাম আলী ডাকুয়াকে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।
প্রেসক্লাবের সদস্যদের দেয়া তথ্য মতে জানা গেছে, সংগঠনের সভাপতি মো. ছিদ্দিকুর রহমান তুহিন দীর্ঘ দিন ধরে সংগঠনের কার্যক্রম ও সাংবাদিকতা পেশা থেকে বিচ্ছিন্ন থাকায় সংগঠনের ব্যাপক ক্ষতি হচ্ছে।
এ ছাড়া তিনি পেশাদার সাংবাদিক না হয়েও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘ দিন ধরে ওই পদ দখল করে আছেন। এ অবস্থায় তাকে বার বার প্রেসক্লাবে আসার আহ্বান জানানো হলেও তিনি কোন সাড়া দেন নি। তাই ওই সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন সভাপতি আকরাম আলী ডাকুয়া জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সদস্যরা এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে কমিটির অন্যান্য সদস্যদের পদ বহাল রাখা হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস