ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে কৃষি ক্ষেতে ব্যাপক ক্ষতি হয়েছে। টানা বর্ষণের প্রভাবে ফসলি জমি পানিতে ডুবে যায় এবং দমকা বাতাসে আধা-পাকা ধান নষ্ট হয়েছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ঝালকাঠি জেলায় ৪৭ হাজার ৭৫৫ হেক্টরে এবছর আমন আবাদ হয়েছে। এরমধ্যে মাত্র তিন শতাংশ ধান কেটেছেন কৃষকরা। মিধিলি আঘাত হানার পূর্বে জেলার ৪টি উপজেলার ৪৫ হাজার ৮২০ হেক্টর ধান ক্ষেতের মধ্যে ১৯৬ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। ১৭৫০ হেক্টরের শাক-সবজির মধ্যে ২৩৫ হেক্টরের শাক-সবজি ক্ষতিগ্রস্থ হয়েছে। জেলায় ৩৩০৫ হেক্টরে খেসারি ডালের আবাদের মধ্যে ৯২০ হেক্টরের খেসারি আবাদ নষ্ট হয়েছে। তবে আমন ধান কর্তন না হওয়ায় এবং এই অঞ্চলের কৃষির বৈশিষ্ট্য অনুযায়ী রবি ফসলের চাষ অন্যান্য ফসলের তুলনায় পিছিয়ে আবাদ হয়। সে কারণে যে সকল ক্ষেত-খামারে বিশেষ করে উঁচু জায়গায় রবি আবাদের বীজ ফালানো হয়েছে তা নষ্ট হলেও পুনরায় বীজ ফেলে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার সুযোগ রয়েছে। কৃষি বিভাগের হিসাব মতে, জেলায় ২০ হাজার কৃষক এই দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে।
কৃষিজমি ছাড়াও মিধিলি’র প্রভাবে জেলার বিভিন্ন এলাকায় বনজ সম্পদ নষ্ট হয়েছে। কোনো কোনো এলাকার ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সংযোগ এখনও চালু করা সম্ভব হয়নি।
বাধন রায়/ইবিটাইমস