২০২৩ সালের প্রথম তিন মাসে আরও ১১,০৩৩ জন নতুন অস্ট্রিয়ান নাগরিকত্ব পেলেন
ভিয়েনা ডেস্কঃ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে,পরিসংখ্যান অস্ট্রিয়ার তথ্য মতে, এ বছরের প্রথম তিন মাসে ১১,০৩৩ জন অস্ট্রিয়ার নাগরিকত্ব পেয়েছেন। এর প্রায় এক-চতুর্থাংশ জন্মসূত্রে অস্ট্রিয়ান নাগরিক হয়েছেন।
পরিসংখ্যান অস্ট্রিয়া আরও জানায়,২০২৩ সালের প্রথম তিন ত্রৈমাসিকে অস্ট্রিয়ায় নতুন নাগরিকত্বের সংখ্যা পূর্বের তুলনায় কিছুটা কমেছে। প্রথম তিন ত্রৈমাসিকে শতকরা হিসাবে ১ .১ শতাংশ কমেছে।
এ বছরের প্রথম তিন মাস বা ত্রৈমাসিক পর্বে যারা নতুন নাগরিকত্ব পেয়েছেন তাদের মধ্যে নিম্নোক্ত দেশের লোকজন বেশী যেমন সিরিয়া,তুর্কি, বসনিয়ান এবং আফগানিস্তান।
কবির আহমেদ/ইবিটাইমস