তফসীল ঘোষণা প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার দেশব্যাপী হরতালের ডেকেছে বাম গণতান্ত্রিক জোট

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার সারা দেশে অর্ধবেলা হরতাল ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট

ইবিটাইমস ডেস্কঃ বুধবার(১৫ নভেম্বর) সন্ধ্যায় তফসীল ঘোষণার পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বাম গণতান্ত্রিক জোট। বিক্ষোভ মিছিল শেষে হরতালের ঘোষণা দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি ইকবাল কবির জাহিদ।

ইকবাল কবির জাহিদ বলেন, ‘নির্বাচন কমিশনার একতরফা নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা আগেই বলেছিলাম, একতরফা তফসিল ঘোষণা করা হলে আমরা সারা দেশে হরতাল পালন করব। একটু আগে নির্বাচন কমিশনার তফসীল ঘোষণা করেছে। তাই আমরা বৃহস্পতিবার(১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করব।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘সরকারের এই উদ্যোগ দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। এর ফলে যে পরিস্থিতির উদ্ভব হবে, তার দায় এই সরকারকেই নিতে হবে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানাই।’

তফসিল ঘোষণা হলে কাল সারা দেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোটতফসিল ঘোষণা হলে কাল সারা দেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা বলেন, ‘কিশোরগঞ্জে এরই মধ্যে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে পুলিশ হামলা করেছে। আমরা এই হামলার নিন্দা জানাই। গাইবান্ধায় বাম জোটের নেতাদের ওপর সরকারি দলের গুন্ডা বাহিনী হামলা করেছে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহসাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আবদুল আলী প্রমুখ।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »