ভিয়েনা ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের ট্রেন থামানোর ক্ষমতা বিএনপির নেই : কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • ১৬ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: নির্বাচনের যে ট্রেন চলা শুরু হয়েছে, তা থামানোর ক্ষমতা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, দ্বাদশ সসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে আমরা স্বাগত জানাচ্ছি। ঘোষিত তফসিলে জনগণের ইচ্ছা ও প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি বলেন, নির্বাচনের যে ট্রেন ছেড়ে গেলো তা থামানোর ক্ষমতা বিএনপির নেই। নির্বাচনের ট্রেন কারও জন্য অপেক্ষা করবে না। নির্বাচন নির্বাচনী নিয়ম অনুযায়ী হচ্ছে। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নির্বাচন করতে যাচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংলাপের বাস্তবতাকে কেউ অস্বীকার করতে পারে না। বিএনপির সঙ্গে দুবার সংলাপ হয়েছে। এবার তো প্রেসিডেন্ট ও নির্বাচন কমিশন ডেকেছে তারা আসেনি। সংলাপ এক পক্ষে চাইলে হবে না, সবাইকে চাইতে হবে।

জাতীয় পার্টির নির্বাচনে আসার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দলটি কার অধীনে নির্বাচন করবে এটি তাদের সিদ্ধান্ত। জাতীয় পার্টির সম্পর্কে শেষ বিষয়টা শুনতে একটু সময় অপেক্ষা করেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। ভেতরে অনেক খবর আছে।

দলের নির্বাচনি কার্যক্রম প্রশ্নে সাধারণ সম্পাদক জানান, আগামী ১৭ নভেম্বর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওইদিন থেকেই বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।

ঢাকা/ইবিটাইমস/এনএল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচনের ট্রেন থামানোর ক্ষমতা বিএনপির নেই : কাদের

আপডেটের সময় ০৭:২৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

ঢাকা প্রতিনিধি: নির্বাচনের যে ট্রেন চলা শুরু হয়েছে, তা থামানোর ক্ষমতা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, দ্বাদশ সসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে আমরা স্বাগত জানাচ্ছি। ঘোষিত তফসিলে জনগণের ইচ্ছা ও প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি বলেন, নির্বাচনের যে ট্রেন ছেড়ে গেলো তা থামানোর ক্ষমতা বিএনপির নেই। নির্বাচনের ট্রেন কারও জন্য অপেক্ষা করবে না। নির্বাচন নির্বাচনী নিয়ম অনুযায়ী হচ্ছে। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নির্বাচন করতে যাচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংলাপের বাস্তবতাকে কেউ অস্বীকার করতে পারে না। বিএনপির সঙ্গে দুবার সংলাপ হয়েছে। এবার তো প্রেসিডেন্ট ও নির্বাচন কমিশন ডেকেছে তারা আসেনি। সংলাপ এক পক্ষে চাইলে হবে না, সবাইকে চাইতে হবে।

জাতীয় পার্টির নির্বাচনে আসার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দলটি কার অধীনে নির্বাচন করবে এটি তাদের সিদ্ধান্ত। জাতীয় পার্টির সম্পর্কে শেষ বিষয়টা শুনতে একটু সময় অপেক্ষা করেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। ভেতরে অনেক খবর আছে।

দলের নির্বাচনি কার্যক্রম প্রশ্নে সাধারণ সম্পাদক জানান, আগামী ১৭ নভেম্বর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওইদিন থেকেই বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।

ঢাকা/ইবিটাইমস/এনএল