ভিয়েনা ১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করেছে আইসিসি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
  • ৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: রাজনৈতিক হস্তক্ষেপের কারনে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সদস্যপদ স্থগিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে,‘আইসিসি বোর্ড মনে করছে, শ্রীলংকা ক্রিকেট সংস্থার সদস্য হিসেবে তাদের বাধ্যবাধকতা প্রতিশ্রুতি গুরুতরভাবে লঙ্ঘন করেছে। বিশেষ করে স্বায়ত্তশাসিতভাবে বোর্ডের বিষযগুলো পরিচালনা করার প্রয়োজনীয়তা এবং এর প্রশাসনে কোন সরকারি হস্তক্ষেপ নেই, এসব নিশ্চিত করতে পারেনি এসএলসি। একারনেই শ্রীলংকা ক্রিকেটের সদস্যপদ স্থগিত করার সিদ্বান্ত নিয়েছে আইসিসি। স্থগিতাদেশের শর্তগুলো যথাসময়ে জানিয়ে দেবে আইসিসি।’

শুক্রবার (১০ নভেম্বর) আইসিসি এক বোর্ড মিটিং করে। মিটিংয়ে তারা সিদ্ধান্তে উপনীত হয় যে, সদস্যপদের ক্ষেত্রে কোনো দেশকে যেসব নিয়ম-কানুন মানতে হয়, শ্রীলঙ্কা সেগুলো লঙ্ঘন করেছে। বিশেষ করে তারা নিজেদের স্বায়ত্তশাসন ধরে রাখতে পারেনি। মুক্ত থাকতে পারেনি সরকারি হস্তক্ষেপ থেকেও।

উল্লেখ্য, অনেক দিন ধরেই শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে ও ক্রিকেট বোর্ডের মধ্যে বিরোধ চলছিল। একাধিকবার ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগও তোলেন রানাসিংহে।

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৫৫ রানে অলআউট হওয়ার পর ক্রীড়ামন্ত্রী বোর্ডের সব কর্মকর্তাকে বরখাস্ত করেন রানাসিংহে। অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অর্জুনা রানাতুঙ্গা। একদিন যেতে না যেতে আদালতের আদেশে সেই সিদ্ধান্ত বাতিল হয়। পুনর্বহাল হন বোর্ডের পুরনো সদস্যরা।

ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা। তার আপিলের প্রেক্ষিতে মঙ্গলবার (৭ নভেম্বর) পূর্ণ শুনানির পর বহিষ্কৃত কর্মকর্তাদের পুনর্বহাল করেন আপিল বিভাগ। আদালতের সিদ্ধান্তে জানানো হয়, দুই সপ্তাহ পুরনো বোর্ডই বহাল থাকবে।

১৯৮১ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ লাভ করে  শ্রীলংকা।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করেছে আইসিসি

আপডেটের সময় ০৯:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক: রাজনৈতিক হস্তক্ষেপের কারনে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সদস্যপদ স্থগিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে,‘আইসিসি বোর্ড মনে করছে, শ্রীলংকা ক্রিকেট সংস্থার সদস্য হিসেবে তাদের বাধ্যবাধকতা প্রতিশ্রুতি গুরুতরভাবে লঙ্ঘন করেছে। বিশেষ করে স্বায়ত্তশাসিতভাবে বোর্ডের বিষযগুলো পরিচালনা করার প্রয়োজনীয়তা এবং এর প্রশাসনে কোন সরকারি হস্তক্ষেপ নেই, এসব নিশ্চিত করতে পারেনি এসএলসি। একারনেই শ্রীলংকা ক্রিকেটের সদস্যপদ স্থগিত করার সিদ্বান্ত নিয়েছে আইসিসি। স্থগিতাদেশের শর্তগুলো যথাসময়ে জানিয়ে দেবে আইসিসি।’

শুক্রবার (১০ নভেম্বর) আইসিসি এক বোর্ড মিটিং করে। মিটিংয়ে তারা সিদ্ধান্তে উপনীত হয় যে, সদস্যপদের ক্ষেত্রে কোনো দেশকে যেসব নিয়ম-কানুন মানতে হয়, শ্রীলঙ্কা সেগুলো লঙ্ঘন করেছে। বিশেষ করে তারা নিজেদের স্বায়ত্তশাসন ধরে রাখতে পারেনি। মুক্ত থাকতে পারেনি সরকারি হস্তক্ষেপ থেকেও।

উল্লেখ্য, অনেক দিন ধরেই শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে ও ক্রিকেট বোর্ডের মধ্যে বিরোধ চলছিল। একাধিকবার ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগও তোলেন রানাসিংহে।

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৫৫ রানে অলআউট হওয়ার পর ক্রীড়ামন্ত্রী বোর্ডের সব কর্মকর্তাকে বরখাস্ত করেন রানাসিংহে। অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অর্জুনা রানাতুঙ্গা। একদিন যেতে না যেতে আদালতের আদেশে সেই সিদ্ধান্ত বাতিল হয়। পুনর্বহাল হন বোর্ডের পুরনো সদস্যরা।

ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা। তার আপিলের প্রেক্ষিতে মঙ্গলবার (৭ নভেম্বর) পূর্ণ শুনানির পর বহিষ্কৃত কর্মকর্তাদের পুনর্বহাল করেন আপিল বিভাগ। আদালতের সিদ্ধান্তে জানানো হয়, দুই সপ্তাহ পুরনো বোর্ডই বহাল থাকবে।

১৯৮১ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ লাভ করে  শ্রীলংকা।

ডেস্ক/ইবিটাইমস/এনএল