পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কেবিনের ছাদ ধ্বসে আকব্বর আলী (৮০) নামের এক রোগী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার বাম পার হাটুর উপরের অংশ ভেঙে গেছে। আকব্বর আলীর বাড়ি জেলার সদর উপজেলার কদমতলা গ্রামে। সোমবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় ওই দূর্ঘটনা ঘটে।
এ ঘটনার পর আহত আকব্বর আলীকে জেলা হাসপাতালের নিচ তলার কেবিনে স্থানন্তর করা হয়েছে। তবে ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের কেউই ঘটনাস্থলে জান নি বলে রোগীর স্বজনদের অভিযোগ। এমনকি বিষয়টিতে কোন গুরুত্ব না দেওয়ায় তার ক্ষোভ প্রকাাশ করেছেন ।
আহত আকব্বর আলীর নাতী মো. মহসিন খান রুবেল জানান, হার্টের সমস্যা নিয়ে তার দাদা রোববার (০৫ নভেম্বর) দুপুরে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হয়েছিল। সোমবার সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় হঠাৎ করেই ওই কক্ষের ছাদের একটি বড় অংশ ধ্বসে তার দাদার খাটের উপর পড়ে। এতে তার বাম পায়ের হাটুর উপরের অংশ ভেঙে যায়। এমন কি এসময় তিনি যে লোহার খাটে ছিলেন সেটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের কেউই সেখানে তাদের খোঁজখবর না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রুবেল। এদিকে বিষয়টিতে খুব একটা গুরুত্ব দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাকিল সরোয়ার জানান, সামান্য পলেস্তারা ধ্বসে একটি রোগীর শরীরের উপর পড়ে সে সামান্য আহত হয়েছে। তা গুরুতর নয়। তাকে চিকিৎসা প্রদান করা হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস