ভিয়েনায় অভিবাসীদের নির্বাসন বিরোধী বিক্ষোভ

ইউরোপঃ আজ মঙ্গলবার ২৩ শে ফেব্রুয়ারী বিকালে ভিয়েনার ৯ নাম্বার ডিস্ট্রিক্টের রোসাউর ল্যান্ডের জেলখানার সামনে প্রায় ৭০ জনের মত বিক্ষোভকারী অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর বিরোধিতা করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়, মঙ্গলবার বিকেলে ভিয়েনা-আলসারগ্র্যান্ডে পুলিশ ডিটেনশন সেন্টারের সামনে একটি বিক্ষোভের কারণে ভিয়েনায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। Rosauauer Lande এবং Heiligenstädterbrükes এর মধ্যে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে রাখে। পরে ভিয়েনা পুলিশ প্রশাসনের দাঙ্গা ইউনিট ভারী আর্টিলারি নিয়ে বিক্ষোভকারীদের মুখোমুখি অবস্থান নেয়। এপিএ আরও জানায়,রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের আবেদন প্রত্যাখ্যানের পর আফগানিস্তানে ফেরত পাঠানোর বিরুদ্ধে এই বিক্ষোভ ও অবরোধের ফলে ভিয়েনা শহরের প্রাণকেন্দ্রের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক সমূহে দীর্ঘ প্রায় এক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

ভিয়েনার ৯ নাম্বার ডিস্ট্রিক্ট থেকে ২০ নাম্বার ডিস্ট্রিক্টের আসা ও যাওয়া কয়েকঘন্টার জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় ৭০ জন অভিবাসীদের নিয়ে গঠিত এই বিক্ষোভকারীরা দুপুর ১২ টার দিকে এই অবরোধ শুরু করে। বিক্ষোভকারীরা তিন থেকে চার মিটার উঁচুতে তাদের ব্যানার রাস্তার মাঝ বরাবর ঝুলিয়ে দিয়েছিল। এপিএ আরও জানায়,পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্পেশাল কমান্ডো ফোর্স WEGA ও দাঙ্গা পুলিশ এসে বিক্ষোভকারীদের অবরোধ বানচাল করে দেয় এবং ফায়ার ব্রিগেডের লোকজন এসে বিক্ষোভকারীদের ব্যানার খুলে নিয়ে যায়।

অস্ট্রিয়ার পুলিশ ৪০ জন বিক্ষোভকারীর বিরুদ্ধে অস্ট্রিয়ার সাংবিধানিক আইনের অধীনে প্রায় ৪০ টি মামলা দায়ের করেছেন। এখানে উল্লেখ্য যে,গত কয়েক সপ্তাহ পূর্বে ৩ টি আর্মেনিয়া পরিবারকে তাদের রাজনৈতিক আশ্রয়প্রার্থীতার আবেদন আদালত থেকে প্রত্যাহত বা নেগেটিভ হয়ে আসলে,তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই ৩ পরিবার দীর্ঘ বৎসর যাবৎ ভিয়েনায় বসবাস করে আসছিলেন। তাই এই পরিবারের ৩ মেয়ে ভিয়েনার বিভিন্ন স্কুলে লেখাপড়া অবস্থায় ছিল।

তাদেরকে যখন পুলিশ বাসা থেকে ধরে নিয়ে যায় তখন তাদের সহপাঠীদের উদ্যোগে প্রায় শ’খানেক শিক্ষার্থীও ভিয়েনার রাস্তায় বিক্ষোভ করেছিল কিন্ত কোন লাভ হয় নি। এই তিন পরিবার তথা শিক্ষার্থীদের আর্মেনিয়া ফেরত পাঠানো নিয়ে অস্ট্রিয়ার কোয়ালিশন সরকারের মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছিল। অস্ট্রিয়া সরকারের উপ প্রধান ভাইস চ্যান্সেলর ভার্নার কোগলার (Green) অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামারের (ÖVP) তীব্র সমালোচনা করেন।

অস্ট্রিয়ার প্রধান বিরোধীদল SPÖ ও NEOSও স্বরাষ্ট্রমন্ত্রীর উপর প্রচন্ড চাপ প্রয়োগ করলে স্বরাষ্ট্রমন্ত্রী সেই ৩ পরিবারের শিক্ষার্থীরা চাইলে অস্ট্রিয়ায় বসবাস করতে পারবে বলে অনুমতি দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। বর্তমানে করোনার মহামারীর জন্য অস্ট্রিয়া তথা সমগ্র ইউরোপের অর্থনৈতিক অবস্থার বেহাল দশা। তাই এই অর্থনৈতিক মন্দার মধ্যে ইউরোপের কোন দেশই এখন আর তৃতীয় বিশ্বের অভিবাসীদের গ্রহণে আগ্রহ দেখাচ্ছে না।

এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ১,৭২৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৭ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন ৩৪৮ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৪৮৩ জন,Steiermark রাজ্যে ২৩০ জন,Tirol রাজ্যে ১৪৭ জন,OÖ রাজ্যে ১৪৫ জন, Salzburg রাজ্যেও ১৪৫ জন,Kärnten রাজ্যে ১৪০ জন,Burgenland রাজ্যে ৫৭ জন এবং Voralberg রাজ্যে ৩২ জন নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৪৮,৩৭১ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮,৪৩৪ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪,২৩,০১৪ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৬,৯২৩ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৭১ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৩৬২ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »