দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন রাজশাহীর জনপ্রিয় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদ
ইবিটাইমস ডেস্কঃ রাজশাহীর জনপ্রিয় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেইসবুক পেইজে শোক প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, ‘আমরা শোকাহত। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, গতকাল ২৯ অক্টোবর রাত ১১টা ৪৫ মিনিটের দিকে রাজশাহীতে ডা. মো. কাজেম আলি আহমেদ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। “ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।”
তিনি রাজশাহী মেডিকেল কলেজের ৪২তম ব্যাচের ছাত্র ছিলেন এবং পরবর্তীতে তিনি একজন চর্ম, এলার্জি, যৌন, কুষ্ঠরোগ বিশেষজ্ঞ ও কসমেটিক সার্জন হিসেবে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। ডা. কাজেম আলি আহমেদ’র অকাল মৃত্যুতে আমরা শোকাভিভূত এবং তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’
প্রসঙ্গত, রোববার (২৯ অক্টোবর) কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গভীর রাতে রাজশাহী মহানগরীর বর্ণালী মোড় এলাকায় দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন জনপ্রিয় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদ।
চিকিৎসদের একাধিক সূত্রে জানা গেছে, নগরীর লক্ষ্মীপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কনসালটেন্ট হিসেবে নিয়মিত রোগীদের চিকিৎসা দিতেন ডা. আলী আহমেদ। প্রতিদিনের মতো রবিবার রাতে রোগী দেখে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বর্ণালীর মোড়ের খানিকটা আগে রাজীব চত্বরের বিপরীত পাশে মসজিদের নিকট তাঁর মোটর সাইকেলের গতি রোধ করে একদল কাপড়ে মুখ ঢাকা দুর্বৃত্ত। এ সময় অতর্কিতে তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।
পরে গুরুতর আহত অবস্থায় রাস্তা থেকে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। শুরুতে সাধারণ ওয়ার্ডে (৫ নম্বর) ভর্তি করা হলেও পরে তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তবে এর কিছুক্ষণের মধ্যে ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের কৃতি সন্তান ডা. কাজেম আলী আহমেদ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন রামেকের ৪২তম ব্যাচের শিক্ষার্থী। পরবর্তীতে তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) থেকে ডার্মাটোলজিতে এফসিপিএস সম্পন্ন করেন। এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ডিডিভি করেন। তিনি অল্প সময়ে কসমেটিক সার্জারিতে অভিজ্ঞতা অর্জন করেছিলেন।
অনাকাঙিক্ষত এ চির বিদায়ের সময় স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, আত্মীয়-স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ডা. কাজেম আলী আহমেদ। সোমবার(৩০
অক্টোবর) বাদ জোহর রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গণে এবং বাদ আসর উপশহর কড়ইতলা জামে মসজিদের সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
পরে তাকে স্থানীয় কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়।
কবির আহমেদ/ইবিটাইমস