ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধমর্ীয় উৎসব দূর্গা পূজা চলছে। মহাঅষ্টমীতে ঝালকাঠির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন আনসার ভিডিপি কেন্দ্রীয় পরিচালক সালমা সিদ্দিকা।
এসময় সাথে ছিলেন বরিশাল রেঞ্জের কমান্ডেন্ট আশরাফুল আলম, ঝালকাঠি জেলা কমান্ডেন্ট সাদ্দাম হোসেন, সহকারী জেলা কমান্ডেন্ট আলমগীর হোসেন। তিনি ঝালকাঠির শ্রী শ্রী কালিবাড়ি ও মদনমোহন আখড়াবাড়ি পরিদর্শনকালে জানান, বাংলাদেশে সকল জেলার পূজা মন্ডবগুলিতে আনসার ভিডিপি সদস্যরা উৎসবের দিনগুলিতে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে সার্বক্ষনিক পাহাড়ায় নিয়োজিত রয়েছে। দির্ঘ কয়েক বছর যাবৎ প্রধানত আনসার ও ভিডিপি সদস্যরা এই কাজটি করে আসছেন।
ঝালকাঠি জেলায় ১৭৭টি পূজা মন্ডবে পাহাড়ায় সর্বনিম্ন ৬জন থেকে ৮জন মোট ১১৪২জন নিয়োজিত রয়েছে। এরমধ্যে পিসি ৫২জন এপিসি ১৭৩জন ও ৫৭৮জন আনসার এবং ৩৪৬জন মহিলা ভিডিপি সদস্য রয়েছে।
বাধন রায়/ইবিটাইমস