ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে ঝালকাঠি সদর উপজেলার আয়োজনে উন্নয়ন মেলা শুরু হয়েছে।
বুধবার অনুষ্ঠিত এই মেলায় ২০টি স্টলে সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ ও উপজেলা পর্যায়ে কৃষি, মৎস্য, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন বিভাগ বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতাধীন সুচিত উন্নয়ন প্রকল্প বিষয়ে তুলে ধরা হয়েছে।
এ উপলক্ষ্যে আলোচনা বিকেল ৩টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা অন্যতম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি ছিলেন।
বাধন রায়/ইবিটাইমস