মাভাবিপ্রবিতে শেখ রাসেল দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। ১৮ অক্টোবর ২০২৩ (বুধবার) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধানদের নিয়ে শেখ রাসেল হলে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।  পুস্পস্তবক অর্পণ শেষে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবাদের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর শেখ রাসেল হলের সম্মুখে বৃক্ষ রোপণ করা হয়। এছাড়া বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »