ভিয়েনা ০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশি-বিদেশি চাপে কিছু আসে যায় না: ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৮:০১ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • ১১ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: আগামী নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশি-বিদেশি চাপে কিছু আসে যায় না। রোববার (৮ অক্টোবর) রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন ওবায়দুল কাদের।

এর আগে, সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত সভায় ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয় শাহজাহান আলম সাজু এবং লক্ষ্মীপুর-৩ আসনে মনোনয়ন দেয়া হয় গোলাম ফারুককে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এক দফা দাবি করেছে- শেখ হাসিনার পদত্যাগ। এখন আবার বিএনপি নেতাদের অনেকে বলেন, শেখ হাসিনাকে সরানোর জন্য নয়, তারা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে আন্দোলন করছে। এটা তাদের আরেকটা মিথ্যাচারের বহিঃপ্রকাশ। তাদের টার্গেটই হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। আসলে বিএনপি মিথ্যাচারের দল।

দেশি বা বিদেশি চাপে কিছু আসে যায় না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের এ নিয়ে মাথাব্যথা নেই। আমরা বুঝি আমাদের সংবিধান। আমরা যাই করি সংবিধান অনুযায়ী করবো। দেশ থেকে বিদেশ থেকে কে চাপ দিলো তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই।’

তিনি বলেন, আমরা আমাদের সংবিধান ছাড়া কারো সিদ্ধান্ত মেনে নেবো না। শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না। শেখ হাসিনা থাকবেন নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে। আর নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশি-বিদেশি চাপে কিছু আসে যায় না: ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৮:০৮:০১ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩

ঢাকা প্রতিনিধি: আগামী নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশি-বিদেশি চাপে কিছু আসে যায় না। রোববার (৮ অক্টোবর) রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন ওবায়দুল কাদের।

এর আগে, সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত সভায় ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয় শাহজাহান আলম সাজু এবং লক্ষ্মীপুর-৩ আসনে মনোনয়ন দেয়া হয় গোলাম ফারুককে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এক দফা দাবি করেছে- শেখ হাসিনার পদত্যাগ। এখন আবার বিএনপি নেতাদের অনেকে বলেন, শেখ হাসিনাকে সরানোর জন্য নয়, তারা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে আন্দোলন করছে। এটা তাদের আরেকটা মিথ্যাচারের বহিঃপ্রকাশ। তাদের টার্গেটই হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। আসলে বিএনপি মিথ্যাচারের দল।

দেশি বা বিদেশি চাপে কিছু আসে যায় না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের এ নিয়ে মাথাব্যথা নেই। আমরা বুঝি আমাদের সংবিধান। আমরা যাই করি সংবিধান অনুযায়ী করবো। দেশ থেকে বিদেশ থেকে কে চাপ দিলো তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই।’

তিনি বলেন, আমরা আমাদের সংবিধান ছাড়া কারো সিদ্ধান্ত মেনে নেবো না। শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না। শেখ হাসিনা থাকবেন নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে। আর নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।

ঢাকা/ইবিটাইমস/এনএল