ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির বাড়ৈইকরণ সংলগ্ন চর কুতুবকাঠি সাধুপালের বসতবাড়ির মনসা মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে মাসুম খান (৩০) নামের এক যুবক।
শনিবার ভোর রাতে মাসুম খান রামদা নিয়ে মন্দিরের দরজা কুপিয়ে ও ভেঙ্গে ফেলে ভিতরের প্রতিমা ভাংচুর করে কিছু অংশ পার্শ্ববর্তী নদীতে ফেলে দেয় এবং এই পরিবারে মৃৎশিল্পের তৈরি করা সামগ্রীয় কুপিয়ে তছনছ করে দেয়। মাসুম খানকে ঝালকাঠি থানা পুলিশ গ্রেফতার করেছে। সে মহদিপুর গ্রামের জলিল খানের পুত্র।
স্থানীয় লোকজন জানিয়েছে, মাসুম খান মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে এলাকার মানুষজনকে অকারণে মারধর করে এবং অপ্রীতিকর কর্মকান্ডে জড়িত হয়ে এলাকার মানুষকে মধ্যে তিক্ত করে রেখেছে।
খবর পেয়ে জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর তরুন কর্মকারসহ ঝালকাঠি সদর থানার পুলিশ এলাকা পরিদর্শণ করেছেন।
এ ব্যাপারে সাধুপালের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। থানা পুলিশ প্রাথমিক তদন্তে মাসুম খান মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে অপ্রীতিকর কাজ করে থাকে।
বাধন রায়/ইবিটাইমস