পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে গাঁজা সহ দীর্ঘা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন হালদারের ছোট ভাই টিটু হালদার (৩২)কে
গত বুধবার (০৪ অক্টোবর) রাতে আটক করেছেন থানা পুলিশ। টিটু হালদার উপজেলার দীর্ঘা ইউনিয়নের ঠুটাখালী গ্রামের সুনিল হালদারের ছোট ছেলে।
নাজিরপুর থানার এসআই কামাল পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন হালদারের ছোট ভাই টিটু হালদারকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত টিটুর বড় ভাই সুমন হাওলাদার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় সুমনের নিজ বাসা থেকে প্রায় আধা কেজি গাজাঁ উদ্ধার করেন পুলিশ।
স্থানীয়রা জানান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দীর্ঘা ইউপি চেয়ারম্যান আশুতোষ বেপারীর ঘনিষ্টজন হিসেবে পরিচিত সুমন হালদার ও তার ছোট ভাই টিটু হালদার দীর্ঘ দিন ধরে নিজ বাসায় বসে মাদকের ব্যবসা করে আসছেন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, সুমন হালদার ও তার ছোট ভাই টিটু হালদারের নামে নাজিরপুর থানায় মাদক একটি মামলা দায়ের করা হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস