পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

পটুয়াখালী প্রতিনিধিঃ সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে তার স্বীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থী, ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্রলীগের পদ অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক (স্থায়ী ব্যবস্থা গ্রহন করা হবে না, তার উপযুক্ত কারন সহ লিখিত জবাব উল্লিখিত ব্যাক্তিকে ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেয়া হলো।
এ বিষয়ে জানতে চাইলে পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন,‘ ঠিকাদারের এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কেন্দ্রীয় ছাত্রলীগকে কারন দর্শাবো পরে তারা যদি মনে করে আমি নির্দোষ তাহলে তারাই পরবর্তী সিদ্ধান্ত নিবে।’
উল্লেখ্যঃ পবিপ্রবির শেখ হাসিনা হল ও শেখ রাসেল হলের নির্মাণাধীন ভবনের কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান আমির ইন্জিনিয়ারিং কর্পোরেশন। প্রতিষ্ঠানটি ভবন নির্মাণ কাজ শুরুর পর থেকেই পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এনামুল হকের কাছে চাঁদা দাবি করে। তবে তিনি চাঁদা না দেওয়ায় বিভিন্ন সময়ে ওই ব্যবস্থাপককে হুমকি ধামকি দিয়ে থাকেন। সর্বশেষ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে শেখ রাসেল হলের ভবনের নির্মাণাধীন ভবনের রড ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন পবিপ্রবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রব্বানী সুহৃদ, ইমরান হোসেন সহ তার কর্মীরা। এসময় ঠিকাদারি প্রতিষ্ঠানটির সুপারভাইজার কোথায় নিয়ে যাচ্ছেন জিগ্গেস করলে তারা জানান,‘ছাত্রলীগ সভাপতি আরাফাত ইসলাম খান সাগর রড নিয়ে যেতে বলছে’ এসময় ব্যবস্থাপক এনামুল হক এসে বাঁধা দিলে এবং প্রতিষ্ঠানের মালিককে জানিয়ে সময় চাইলে ছাত্রলীগ নেতা সুহৃদ ও তার সাঙ্গপাঙ্গরা ক্ষিপ্ত হয়ে ব্যবস্থাপক এনামুল হকসহ কর্মরত কর্মীদের রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে এবং এনামুল হকের মোবাইল নিয়ে যায়। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে চাইলে সেখানেও বাঁধা দেয় ছাত্রলীগ। আর এ ঘটনায় ভুক্তোভোগী মঙ্গলবার রাতেই দুমকি থানায় প্রতিকার চেয়ে এবং বুধবার সকালে পবিপ্রবির উপাচার্য বরাবর নিরাপত্তা চেয়ে অভিযোগ করেছেন। অভিযুক্ত ওই ছাত্রলীগ সভাপতির নাম আরাফাত ইসলাম খান সাগর। আর এ ঘটনায় অভিযোগ করেছেন মেসার্স আমির ইন্জিনিয়ারিং কর্পোরেশনের প্রকল্প ব্যবস্থাপক মো. এনামুল হক।
মো:ইউসুফ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »