টাঙ্গাইল প্রতিনিধিঃ পুর্ব শত্রুতার জের ধরে টাঙ্গাইলের নাগরপুরে এক বাড়িতে আগুন দিয়েছে দুবৃত্তরা। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ পরিবার।
এ ব্যপারে বাড়ির মালিক মোঃ আখতারুজ্জামান গতরাতে নাগরপুর থানায় ৯ জনকে আসামী করে মামলার দায়ের করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেকড়া ইউনিয়নের বাড়াপোষা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় বাড়িতে কেউ ছিলেননা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগার পর প্রতিবেশীরা ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পোৗছে আগুন নিয়ন্ত্রনে আনে।
মোঃ আখতারুজ্জামান জানান, বাড়াপোষা গ্রামের দীর্ঘদিন ধরে তিনি চাকুরীর সুবাদে পরিবার পরিজন নিয়ে ঢাকায় অবস্থান করছেন। বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনে তিনি জানতে পারেন তার বাড়িতে কে বা কারা আগুন দিয়েছে। রাতে বাড়ি ফিরে দেখতে পান বাড়ির একটি ঘর পুড়ে গেছে। এছাড়াও খাট ও ফ্যানসহ সকল আসবাবপত্র পুড়ে গেছে। পুর্ব শত্রুতার জের ধরে বাড়িতে দুবৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস