পটুয়াখালী প্রতিনিধি: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্ত:ক্যাডার,বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের নায্য দাবিসমূহ আদায়ে সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি পটুয়াখালী জেলা শাখা।
২৬ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় পটুয়াখালী সরকারি কলেজের প্রফেসর লাউঞ্জে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, মহিলা কলেজের অধ্যক্ষ মোদাসসের বিল্লাহ, উপাধক্ষ্য আবদুল মালেকসহ সমিতির সদস্যরা।
এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা সকল ক্যাডারে সুপারনিউমারি পদে পদোন্নতি বৈষম্য নিরসন, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, ১২৪৪৪টি পদ সৃজন প্রস্তাবের অগ্রগতি, অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন ৪২৯টি পদ ৩য় গ্রেডে উন্নীত, কর্মকর্তাদের পূর্ণগড় বেতনে অর্জিত ছুটি ভোগ, উচ্চ শিক্ষা দেখভালের জেলা উপজেলায় শিক্ষা ক্যাডারের নিয়ন্ত্রণে শিক্ষা প্রশাসন কর্তৃপক্ষ গঠন দাবী জানান।