লোয়ার অস্ট্রিয়ায় সাপ্লাইয়ের পানিতে জীবাণুর সতর্কতা

লোয়ার অস্ট্রিয়ার গ্যানসের্নডর্ফ (Gänserndorf) জেলার ডুর্নক্রুট (Dürnkrut) পৌরসভার সাপ্লাইয়ের পানিতে নিয়মিত পরীক্ষায় এই জীবাণুর সন্ধান পাওয়া যায়

ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) অস্ট্রিয়ান-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী এবং পরিবহনকারী সংস্থা ইভিএন (EVN) সংবাদ মাধ্যমকে এতথ্য আমার জানায়। সংস্থাটি পানি পরীক্ষা, প্রাকৃতিক গ্যাস সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনা ব্যবসায়িক ক্ষেত্রেও কাজ করে থাকে। সংস্থাটির ইউরোপের ১৪টি দেশে তিন মিলিয়নেরও বেশি গ্রাহক

ইভিএন আরও জানায়,ডুর্নক্রুটের সাপ্লাইয়ের পানিতে জীবাণুর পরিমাণ এন্টারোকোকির প্যারামিটারে বিপদসীমার উপরে পাওয়া গেছে। সংস্থাটি আরও
জানায় রাজ্যের Laa a. d. Thaya জেলার পানিতে একটি রুটিন মাফিক ফলো-আপ স্যাম্পলিংয়ের সময়ও পানিতে জীবাণুর অস্তিত্ব পাওয়া গেছে।

পান করার পানিতে জীবাণু পাওয়ার ফলে এখন উপদ্রুত এলাকায় পানি পান করার আগে পানি ফুটিয়ে নিতে পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে
ইতিমধ্যেই সাপ্লাইয়ের পানি জীবাণুমুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। উপদ্রুত উভয় জেলার বাসিন্দাদের মঙ্গলবার তরলটি পান করার আগে তিন মিনিটের জন্য সিদ্ধ বা ফুটিয়ে পান করতে বলা হয়েছিল। ক্ষতিগ্রস্থ দুইটি জেলায় পানিতে জীবাণুর সন্ধান পাওয়ার পর ফেডারেল বিশেষজ্ঞরা এখন বিষয়টি বেশ গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »