বিমানের এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে বিমানটি আয়ারল্যান্ডের শ্যাননে জরুরি অবতরণ করে
ভিয়েনা ডেস্কঃ শনিবার (২৩ সেপ্টেম্বর) ভিয়েনা থেকে যুক্তরাষ্ট্রের শিকাগো যাওয়ার পথে অস্ট্রিয়ান এয়ারলাইন্সের (AUA) ফ্লাইট নাম্বার “OS65” এর বোয়িং ৭৭৭ এয়ারক্রাফটি আয়ারল্যান্ডের শ্যাননে জরুরি অবতরণ করে।
AUA-এর বরাত দিয়ে এভিয়েশন ম্যাগাজিন “অস্ট্রিয়ান উইংস” জানিয়েছে, বোয়িং ৭৭৭ বিমানটি আয়ারল্যান্ডের শ্যাননে জরুরি অবতরণ করার পূর্বে
বিমানের ওজন কমানোর জন্য ক্রুরা আটলান্টিক মহাসাগরের উপর বিমানের জ্বালানি কেরোসিন ফেলে দেয়। তবে AUA থেকে ডেটা সুরক্ষার কারণ উদ্ধৃত করে ফ্লাইট বিঘ্নিত হওয়ার কারণ সম্পর্কে আর কোনও বিশদ বিবরণ ছিল না।
আইরিশ সূত্রে জানা গেছে, অস্ট্রিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমানটিতে ৩০৭ জন যাত্রী এবং ১৪ জন ক্রু সদস্য ছিলেন। তারা আরও জানিয়েছে, অসুস্থ যাত্রীকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং বিমানটি সামান্য যাত্রা বিরতি করে পুনরায় শিকাগোর উদ্দেশ্যে আয়ারল্যান্ডের শ্যানন ত্যাগ করে।
AUA প্রেস অফিসের একজন মুখপাত্র “অস্ট্রিয়ান উইংস” কে এটি নিশ্চিত করেছেন: “OS65 ইতিমধ্যেই শিকাগো থেকে পুনরায় ভিয়েনায় ফেরার পথে রয়েছে। তবে জরুরি অবতরণের ফলে ভিয়েনায় ফেরার ফ্লাইটটি সামান্য বিলম্বে হতে পারে।”
সাম্প্রতিককালে AUA তে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। বর্তমান জরুরি অবতরণের ঘটনাটি AUA-তে ধারাবাহিক ঘটনার একটি অংশ। কেবলমাত্র গত শনিবার, একটি AUA ফ্লাইট নিউ ইয়র্কে (ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেনের সাথে) একটি প্রযুক্তিগত সমস্যার কারণে স্বল্প নোটিশে বাতিল করতে হয়েছিল। এর কারণ ছিল যে এই বিমানটিকে শিকাগো যাওয়ার আগের দিন হাইড্রোলিক সিস্টেমে প্রযুক্তিগত সমস্যার কারণে ভিয়েনায় ফিরে যেতে হয়েছিল এবং নিউইয়র্ক ফ্লাইটের জন্য কোনও প্রতিস্থাপন বিমান ছিল না।
কবির আহমেদ/ইবিটাইমস