ভিয়েনা ০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সহজ হচ্ছে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • ২৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: এবার আরও সহজ হচ্ছে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া। টাকা পাঠানো যাবে দেশীয় অনলাইন পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে। এমন তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকের মাধ্যমে সরাসরি রেমিট্যান্স পাঠাতে নানান জটিলতা ও হয়রানির শিকারের অভিযোগ অনেক প্রবাসী বাংলাদেশির। ফলে সহজে রেমিট্যান্স পাঠাতে হুন্ডি ব্যবসায়ীদের সহায়তা নিচ্ছেন অনেকে। এতে দেশ হারাচ্ছে কাঙ্ক্ষিত রিজার্ভ, মান কমছে টাকার ও আধিপত্য বাড়ছে ডলারের। ফুলে-ফেঁপে উঠছে মূল্যস্ফীতিও।

এমন বাস্তবতায় এবার রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। দেশীয় অনলাইন পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে রেমিট্যান্স সংগ্রহ করতে পারবে। এরপর সংগ্রহ করা রেমিট্যান্স প্রতিষ্ঠানগুলো পাঠাবে দেশে গ্রাহকের ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিংয়ের মতো সেবাদাতা প্রতিষ্ঠানে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, এতে করে রেমিট্যান্স পাঠানোর পক্রিয়া আরও সহজ হবে। প্রক্রিয়া সহজ হওয়ায় যথাযথ মাধ্যমে রেমিট্যান্সের পরিমাণ বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সহজ হচ্ছে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া

আপডেটের সময় ০৮:৫৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ইবিটাইমস ডেস্ক: এবার আরও সহজ হচ্ছে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া। টাকা পাঠানো যাবে দেশীয় অনলাইন পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে। এমন তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকের মাধ্যমে সরাসরি রেমিট্যান্স পাঠাতে নানান জটিলতা ও হয়রানির শিকারের অভিযোগ অনেক প্রবাসী বাংলাদেশির। ফলে সহজে রেমিট্যান্স পাঠাতে হুন্ডি ব্যবসায়ীদের সহায়তা নিচ্ছেন অনেকে। এতে দেশ হারাচ্ছে কাঙ্ক্ষিত রিজার্ভ, মান কমছে টাকার ও আধিপত্য বাড়ছে ডলারের। ফুলে-ফেঁপে উঠছে মূল্যস্ফীতিও।

এমন বাস্তবতায় এবার রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। দেশীয় অনলাইন পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে রেমিট্যান্স সংগ্রহ করতে পারবে। এরপর সংগ্রহ করা রেমিট্যান্স প্রতিষ্ঠানগুলো পাঠাবে দেশে গ্রাহকের ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিংয়ের মতো সেবাদাতা প্রতিষ্ঠানে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, এতে করে রেমিট্যান্স পাঠানোর পক্রিয়া আরও সহজ হবে। প্রক্রিয়া সহজ হওয়ায় যথাযথ মাধ্যমে রেমিট্যান্সের পরিমাণ বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল