ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা পর্যায়ে শুরু হয়েছে দুদিনব্যাপী ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা, করিগরি শিক্ষা সমিতির আয়োজিত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এই প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্ভোধনী অনুষ্ঠানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, প্যানেল মেয়র তরুন কর্মকার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান খান।
এই প্রতিযোগীতায় জেলার ৪টি উপজেলা পর্যায়ে বিজয়ী দল ফুটবল বালক-বালিকা, হ্যান্ডবল ও কাবাডি এবং সাতার প্রতিযোগীতায় দল ভিত্তিক অংশগ্রহণ করছে।
উদ্ভোধনী ম্যাচে ঝালকাঠি সদর উপজেলা বিজয়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে কাঠালিয়া উপজেলার উপজেলা বিজয়ী কাঠালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে।
বাধন রায়/ইবিটাইমস