ভিয়েনা ডেস্কঃ এই দুর্ঘটনায় ট্রাক রাস্তায় উল্টে গেলেও ড্রাইভার অক্ষত অবস্থায় আছেন। কেহ আহত বা হাসপাতালে না গেলেও গাড়ি দুইটির ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভিয়েনার ২১ নাম্বার ডিস্ট্রিক্টের (ফ্লোরিডসডর্ফ জেলা) ব্রুনারস্ট্রাসে এই দুর্ঘটনা সংগঠিত হয়। ভিয়েনার জনপ্রিয় ফ্রি মেট্রোরেল পত্রিকা Heute তাদের অনলাইন প্রকাশনায় তাৎক্ষণিক এক প্রতিবেদনে জানায়,জরুরী পরিষেবার জন্য এম্বুলেন্সটি বেশ দ্রুত গতিতে ছিল।
ভিয়েনা পুলিশের প্রেস মুখপাত্র ম্যাথিয়াস শুস্টার, “Heute” এর সাথে এক টেলিফোন সাক্ষাৎকারে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,
“দুর্ঘটনাটি একটি ছোট আকৃতির ট্রাক এবং একটি সামারিটান অ্যাসোসিয়েশনের (এম্বুলেন্স) গাড়ির মধ্যে সংগঠিত হয়। এই হিংসাত্মক সংঘর্ষ ট্রাকটি উল্টে যায়।
দুর্ঘটনার সাথে সাথেই ভিয়েনা পুলিশ এবং পেশাদার রেসকিউ সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়। তবে কাউকে জরুরি যত্ন দিতে হয়নি। দুর্ঘটনার পর কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি। অর্থাৎ এতে কেউ আহত হয়নি। ভিয়েনার ফায়ার ব্রিগেডের ক্রেন দিয়ে ট্রাকটিকে পুনরায় সোজা করা হয়।
সৌভাগ্যবশত দুর্ঘটনায় সবাই অক্ষত অবস্থায় পুলিশের সুরতহাল রিপোর্টের পর যার যার গন্তব্যে চলে যায়। ভিয়েনা পুলিশের দুর্ঘটনার পুলিশ (Unfall Komando) বিষয়টি তদন্ত করছে।
কবির আহমেদ/ইবিটাইমস