প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেট্রোরেল চলাচলের ট্র্যাকে বিদ্যুৎ সরবরাহে কোন সমস্যা হয়েছে
ইবিটাইমস ডেস্কঃ বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার পর থেকে ঢাকার মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। যান্ত্রিক ত্রুটি সারানোর পর পুনরায় মেট্রোরেল চালানো হবে। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে,মেট্রোরেল বন্ধ থাকায় রাজধানীর উত্তরা উত্তর (দিয়াবাড়ী) ও আগারগাঁও স্টেশনে টিকিট বিক্রি করা হচ্ছে না। স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সূত্রে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে,সকাল ৯টার দিকে হঠাৎ আগারগাঁও থেকে উত্তরামুখী দুটি ট্রেন পল্লবী ও কাজীপাড়ায় আটকে যায়। এরপর যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। পরে ট্রেন দুটি চালিয়ে উত্তরা উত্তর স্টেশনে নিয়ে যাওয়া হয়। তখন থেকেই ট্রেন সেবা বন্ধ আছে।
প্রতিষ্ঠানের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, মেট্রোরেলে ঠিক কি ধরনের ত্রুটি হয়েছে, তা এখনো জানা যায়নি। জানার চেষ্টা চলছে। ত্রুটি ধরা পড়লে তা ঠিক করে মেট্রোরেল চলাচল পুনরায় চালু করা হবে।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে আছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে, বিদ্যুতের লাইনে কোনো কিছু হয়তোবা পড়েছে। এতে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে। আমাদের কর্মীরা রেললাইন ধরে হেঁটে হেঁটে দেখছেন, কোথায় সমস্যা হয়েছে। সমস্যা চিহ্নিত করে তা ঠিক করা হবে। এর পর মেট্রোরেল চলবে।
কবির আহমেদ/ইবিটাইমস