ভিয়েনা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামীকাল ২৬ অক্টোবর অস্ট্রিয়ার জাতীয় দিবস শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন প্রসাধনী পণ্য সহ দুইজন আটক রোববার থেকে অস্ট্রিয়াসহ ইউরোপের অনেক দেশে শীতলকালীন সময় পরিবর্তন ফিলিস্তিনের পশ্চিম তীরে ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ার নিন্দা বাংলাদেশের যমুনা রেল সেতুর পিলারে ফাটল! ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র পূর্ণাঙ্গ কমিটি গঠন ভিয়েনায় বৈরী আবহাওয়ার সতর্কতা অনিয়মিত অভিবাসন রোধে মিশরের সাথে সহযোগিতা বৃদ্ধি করবে ইইউ তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবিতে শিশুসহ ৪০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু চরফ্যাশনে যুবদল সম্পাদকের উদ্যোগে খাবার ও বস্ত্র বিতরণ

ভিয়েনায় লাগাতার বর্ষণ ও ঠাণ্ডার পূর্বাভাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • ১৪ সময় দেখুন

আগামীকাল অস্ট্রিয়ার ফেডারেল রাজধানী ভিয়েনায় লাগাতার বৃষ্টিপাত সহ বজ্রপাতের পূর্বাভাস দেয়া হয়েছে

ভিয়েনা ডেস্কঃ অস্ট্রিয়ার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার(৩ আগস্ট) রাতে একটি ঠান্ডা ফ্রন্ট সহ বিশাল মেঘরাশি অস্ট্রিয়ার দিকে প্রবাহিত হবে। ফলে প্রায় সমগ্র অস্ট্রিয়াতেই তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাবে। এই মেঘরাশি প্রবাহের ফলে বজ্রঝড় সহ ভারী বৃষ্টিপাত হবে।

বৃহস্পতিবার আল্পসের উত্তর দিকে মেঘলা শুরু হবে এবং ভোরালবার্গ থেকে আপার অস্ট্রিয়া পর্যন্ত ঝরনার মতো বৃষ্টি হবে। তবে দুপুর থেকে পূর্ব দিকের কয়েকটি রাজ্যেও এই সময় বৃষ্টিপাত হবে। সর্বোপরি, লোয়ার ক্যারিন্থিয়া থেকে দক্ষিণ বুর্গেনল্যান্ড পর্যন্ত সূর্যজ্জোল থাকবে। তবে এই অঞ্চলে দিনের দ্বিতীয়ার্ধে বজ্রপাতের স্থানীয় ঝুঁকি সহ মাঝারি আকারের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই সময়ে বাতাস মাঝারিভাবে প্রবাহিত হবে। আবার এই সময় লেক কনস্ট্যান্সে এবং ওয়াল্ডভিয়ারটেলে দক্ষিণ-পশ্চিম থেকে পশ্চিমে বাতাস প্রবলভাবে প্রবাহিত হবে। উপরোক্ত সময়ে উত্তর থেকে দক্ষিণে দিনের তাপমাত্রা ১৯ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করবে।

শুক্রবার(৪ আগস্ট) কিছু এলাকায় মেঘলা ও ভেজা আবহাওয়া বিরাজ করবে। তবে এই সময় রাজধানী ভিয়েনা সহ অস্ট্রিয়ার পূর্ব এবং দক্ষিণ-পূর্বে ব্রেগেনজারওয়াল্ড থেকে সালজকামারগুট পর্যন্ত এবং বজ্রঝড় সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

শনিবার আল্পসের উত্তর দিকের পাশাপাশি পূর্ব এবং দক্ষিণ-পূর্বে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।ভোরালবার্গ থেকে ক্যারিন্থিয়া পর্যন্ত কয়েকটি ভারী বর্ষণ হবে এবং সূর্য অন্তত মাঝে মাঝে দৃশ্যমান হবে। উত্তরে বজ্রঝড় আল্পসের প্রধান শৃঙ্গের দক্ষিণে উঠে আসবে এবং রৌদ্রোজ্জ্বলকে শিথিলতা নিশ্চিত করবে। পূর্বে, উত্তর-পশ্চিমের বাতাস দ্রুত থেকে শক্তিশালী হবে। এই সময় তাপমাত্রা ১৫ থেকে ২২ ডিগ্রির মধ্যে উঠানামা করবে।

রবিবার পশ্চিম অস্ট্রিয়াযর আকাশে প্রচুর মেঘ থাকবে এবং আংশিক বৃষ্টিপাতের সাথে দিন শুরু হবে। আর পূর্বে এই সময় সূর্যকে দেখা যাবে। দিনের বেলায়, মেঘের ক্ষেত্রগুলিও পূর্ব দিকে সরে যাবে, তবে এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে দিনটি সূর্য, মেঘ এবং বৃষ্টির মিশ্রণ হবে। একটি সময় অবশ্য উত্তর অস্ট্রিয়ায় একটি ঠাণ্ডা বাতাস প্রবাহিত হবে। আর দানিউব নদী অঞ্চলে, পশ্চিমী বাতাস দ্রুত থেকে প্রবলভাবে প্রবাহিত হবে। মাঝে মাঝে ঝড়ো দমকাও হতে পারে। এই সময় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ১৫ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

আগামীকাল ২৬ অক্টোবর অস্ট্রিয়ার জাতীয় দিবস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় লাগাতার বর্ষণ ও ঠাণ্ডার পূর্বাভাস

আপডেটের সময় ০৭:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩

আগামীকাল অস্ট্রিয়ার ফেডারেল রাজধানী ভিয়েনায় লাগাতার বৃষ্টিপাত সহ বজ্রপাতের পূর্বাভাস দেয়া হয়েছে

ভিয়েনা ডেস্কঃ অস্ট্রিয়ার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার(৩ আগস্ট) রাতে একটি ঠান্ডা ফ্রন্ট সহ বিশাল মেঘরাশি অস্ট্রিয়ার দিকে প্রবাহিত হবে। ফলে প্রায় সমগ্র অস্ট্রিয়াতেই তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাবে। এই মেঘরাশি প্রবাহের ফলে বজ্রঝড় সহ ভারী বৃষ্টিপাত হবে।

বৃহস্পতিবার আল্পসের উত্তর দিকে মেঘলা শুরু হবে এবং ভোরালবার্গ থেকে আপার অস্ট্রিয়া পর্যন্ত ঝরনার মতো বৃষ্টি হবে। তবে দুপুর থেকে পূর্ব দিকের কয়েকটি রাজ্যেও এই সময় বৃষ্টিপাত হবে। সর্বোপরি, লোয়ার ক্যারিন্থিয়া থেকে দক্ষিণ বুর্গেনল্যান্ড পর্যন্ত সূর্যজ্জোল থাকবে। তবে এই অঞ্চলে দিনের দ্বিতীয়ার্ধে বজ্রপাতের স্থানীয় ঝুঁকি সহ মাঝারি আকারের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই সময়ে বাতাস মাঝারিভাবে প্রবাহিত হবে। আবার এই সময় লেক কনস্ট্যান্সে এবং ওয়াল্ডভিয়ারটেলে দক্ষিণ-পশ্চিম থেকে পশ্চিমে বাতাস প্রবলভাবে প্রবাহিত হবে। উপরোক্ত সময়ে উত্তর থেকে দক্ষিণে দিনের তাপমাত্রা ১৯ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করবে।

শুক্রবার(৪ আগস্ট) কিছু এলাকায় মেঘলা ও ভেজা আবহাওয়া বিরাজ করবে। তবে এই সময় রাজধানী ভিয়েনা সহ অস্ট্রিয়ার পূর্ব এবং দক্ষিণ-পূর্বে ব্রেগেনজারওয়াল্ড থেকে সালজকামারগুট পর্যন্ত এবং বজ্রঝড় সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

শনিবার আল্পসের উত্তর দিকের পাশাপাশি পূর্ব এবং দক্ষিণ-পূর্বে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।ভোরালবার্গ থেকে ক্যারিন্থিয়া পর্যন্ত কয়েকটি ভারী বর্ষণ হবে এবং সূর্য অন্তত মাঝে মাঝে দৃশ্যমান হবে। উত্তরে বজ্রঝড় আল্পসের প্রধান শৃঙ্গের দক্ষিণে উঠে আসবে এবং রৌদ্রোজ্জ্বলকে শিথিলতা নিশ্চিত করবে। পূর্বে, উত্তর-পশ্চিমের বাতাস দ্রুত থেকে শক্তিশালী হবে। এই সময় তাপমাত্রা ১৫ থেকে ২২ ডিগ্রির মধ্যে উঠানামা করবে।

রবিবার পশ্চিম অস্ট্রিয়াযর আকাশে প্রচুর মেঘ থাকবে এবং আংশিক বৃষ্টিপাতের সাথে দিন শুরু হবে। আর পূর্বে এই সময় সূর্যকে দেখা যাবে। দিনের বেলায়, মেঘের ক্ষেত্রগুলিও পূর্ব দিকে সরে যাবে, তবে এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে দিনটি সূর্য, মেঘ এবং বৃষ্টির মিশ্রণ হবে। একটি সময় অবশ্য উত্তর অস্ট্রিয়ায় একটি ঠাণ্ডা বাতাস প্রবাহিত হবে। আর দানিউব নদী অঞ্চলে, পশ্চিমী বাতাস দ্রুত থেকে প্রবলভাবে প্রবাহিত হবে। মাঝে মাঝে ঝড়ো দমকাও হতে পারে। এই সময় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ১৫ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

কবির আহমেদ/ইবিটাইমস