ইবিটাইমস ডেস্ক: জুন মাসের তুলনায় জুলাইয়ে কমেছে দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ। জুন মাসে দেশে ২১৯ কোটি ৯০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল। জুলাই মাসে ১৯৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় ২১ হাজার ৫০৫ কোটি ৭০ লাখ টাকা (প্রতি ডলার ১০৯ টাকা হিসাবে)। মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও মুখপাত্র মো. সরোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জানান, জুনে ঈদের কারণে প্রবাসীরা রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছিলেন। তবে জুলাইয়ে সেই তুলনায় রেমিট্যান্স কম এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ মোট রেমিট্যান্স পেয়েছে ২১.৬১ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের চেয়ে যা ২.৭৫ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরে দেশে আনুষ্ঠানিক চ্যানেলে মোট ২১.০৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে।
এদিকে সোমবার রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের দাম ০.৫০ টাকা বাড়িয়ে ১০৯ টাকা করা হয়েছে। প্রতি ডলার রেমিট্যান্সের বিপরীতে সরকারের আড়াই টাকা ভর্তুকি আছে। নতুন নিয়মে একজন প্রবাসী প্রতি ডলারের বিপরীতে প্রণোদনাসহ ১১১ টাকা ৫০ পয়সা পাবেন।
ডেস্ক/ইবিটাইমস/এনএল