ঢাকা প্রতিনিধিঃ আওয়ামী শিল্পী গোষ্ঠী ও জয় বাংলার সাংস্কৃতিক ঐক্য জোটের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট অভিনেতা বীর মুক্তিযোদ্ধা এম. আলিকুজ্জামানের স্মরণসভা আজ বিকাল ৫টায় ওয়ারী সিলভার ডেল স্কুলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব গোলাম কুদ্দুস। তিনি তার বক্তব্যে বলেন এম খালেকুজ্জামান বহু মাত্রিক বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। তিনি একদিকে যেমন সাংস্কৃতিক কর্মী, অপরদিকে অভিনয় জগতে ছিলেন এক বলিষ্ঠ পুরুষ। শুধু তাই নয় তিনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মহান মুক্তিযুদ্ধে ও অংশগ্রহণ করেছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা, আওয়ামী শিল্পীগোষ্ঠী ও জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি কবি সালাউদ্দিন বাদল। সভাপতি তার বক্তব্য বলেন এম.খালেকুজ্জামান শুধু একজন সাংস্কৃতিক কর্মীই ছিলেন না, তিনি ছিলেন একজন বীর মুক্তিযুদ্ধা।তিনি বঙ্গবন্ধু আদর্শকে ধারণ করে আমৃত্যু জীবন যাপন করেছেন। আলোচনা শেষে তিনি এম খালেকুজ্জামান এর স্মরণে স্বরচিত কবিতা “”তোমাকে আজ খুব মনে পড়ে”” কবিতাটি পাঠ করেন।
বক্তব্য রাখেন কণ্ঠশিল্পী সালমা চৌধুরী, ফোকলোরবিদ কবি ও গবেষক ড.আমিনুর রহমান সুলতান, স্বাধীন বাংলা বেতারের শিল্পী ও সংগীত পরিচালক শিবু রায়, কণ্ঠশিল্পী শাহীন বক্স, কবি দেবেন্দ্র মালাকার, কণ্ঠশিল্পী তসলিমা হৃদয়, নাসির আহমেদ, কণ্ঠশিল্পী কাফি শেখ,কণ্ঠশিল্পী নাসিরুজ্জামান, সমীর মজুমদার অসীম, সানি মাহতাব, সিলভারডেল প্রিপারেটরি স্কুলের মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান সরকার, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক বাচিকশিল্পী সামা আফরোজ প্রমুখ।
অনুভুতি প্রকাশ করেন এম.খালেকুজ্জামানের পুএ জিসান সুলতানুজ্জামান। আলোচনা শেষে এম খালেকুজ্জামান এর বিদ্রোহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিলভারডেল প্রিপারেটরি এন্ড গার্লস হাই স্কুলের মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন কবি আশিক আজিজ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বঙ্কিম মন্ডল, তপন চৌধুরী ও মাহবুবুর রহমান প্রমুখ।
হাফিজা লাকী/ইবিটাইমস