ঝালকাঠি প্রতিনিধিঃ নিরাপদে মাছে ভরবো দেশ, গরব স্মার্ট বাংলাদেশ এই স্লোগান নিয়ে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষ্যে মৎস সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধ অর্জনে মৎস অধিদপ্তর কর্তৃক ঝালকাঠি জেলায় গ্রহীত কার্যক্রম বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল ও জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক কৃষিবীদ মনিরুল ইসলাম।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। এছাড়াও সাংবাদিক দুলাল সাহা, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, বক্তব্য রাখেন।
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভায় ঝালকাঠির প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মী এবং মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার এই সপ্তাহের আনুষ্ঠানিক উদ্ভোধন করবেন জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
বাধন রায়/ইবিটাইমস
























